For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইকমিশনার ইস্যুতে পাক কূটনীতির পাল্টা চাল ভারতের! ভিসা নিয়ে এই সিদ্ধান্ত দিল্লির

পাকিস্তানের হাইকমিশনরকে দেশের ফিরিয়ে নেওয়ার পন্থায় হেঁটে ভারতে কূটনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ইসলামাবাদ। ঠিক তার পাল্টা চালে একধাপ এগোল নয়াদিল্লি।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের হাইকমিশনরকে দেশের ফিরিয়ে নেওয়ার পন্থায় হেঁটে ভারতে কূটনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ইসলামাবাদ। ঠিক তার পাল্টা চালে একধাপ এগোল নয়াদিল্লি। এদিন, ভারতের তরফে, আজমেঢ় শরিফে আসতে চেয়ে পাক তীর্থযাত্রীদের ভিসার আবেদন খারিজ করা হয়। মনে করা হচ্ছে , দু'দেশের কূটনৈতিক প্রেক্ষাপটে এটিই সবচেয়ে খারাপ সময়।

হাইকমিশনার ইস্যুতে পাক কূটনীতির পাল্টা চাল ভারতের! ভিসা নিয়ে এই সিদ্ধান্ত দিল্লির

মার্চ মাসের ১৯ থেকে ২৯ তারিখ রাজস্থানের আজমেঢ়-এ আজমেঢ় শরিফের দরগায় ৫০৩ জন পাক তীর্থযাত্রী আসতে চেয়ে ভিসার আবেদন করেন। চলতি পরিস্থিতিতে বারত-পাক সম্পর্ক খানিকটা অবনতির দিকে যাওয়ায়, ভারত সেই ভিসাগুলি খারিজ করেছে। তবে বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ পাকিস্তান। তাদের দাবি, ১৯৭৪ সালে লাগু হওয়া ভারত-পাক প্রোটোকর অনুযায়ী দুটি দেশেরই তীর্থস্থানে যাওয়ার অনুমতি দেওয়া উচিত।

এদিকে, ভারত জানিয়েছে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সবসময়ে ভিসার অনুমতি দেওয়া সম্ভব নয়। এর আগেও এরকম বহু পরিস্থিতি গিয়েছে, যখন দুটিদেশের তরফেই বহু ক্ষেত্রে তীর্থ যাত্রার অনুমতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, কয়েক দিন আগেই বারতে অবস্থিত পাক হাইকমাশনারকে পিরিয়ে নিয়েছে ইসলামাবাদ। অভিযোগ ছিল বারতে তিনি বার বার হেনস্থার শিকার হচ্ছেন । ওয়াকিবহাল মহলের ধারণা, সেই ঘটনার পাল্টা কূটনৈতিক চাল হিসাবে পাক তীর্থযাত্রীদের ভিসা খারিজ করল ভারত।

English summary
India Denies Visas To Pakistanis For Ajmer Sharif Amid Row Over Diplomats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X