For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হল না ঐক্যমত্য, আরসিইপি-র বৈঠকে যোগ দিচ্ছে না ভারত

অধরাই রয়ে গেল আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। প্রবল মত বিরোধের কারণে বৈঠকে যোগ দিচ্ছে না ভারত। চিনের দাপট মেনে নিতে রাজি নয় ভারত।

Google Oneindia Bengali News

অধরাই রয়ে গেল আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। প্রবল মত বিরোধের কারণে বৈঠকে যোগ দিচ্ছে না ভারত। চিনের দাপট মেনে নিতে রাজি নয় ভারত। কয়েকশো কোটির দেশবাসীর স্বার্থের কথা বিবেচনা করেই আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

হল না ঐক্যমত্য, আরসিইপি-র বৈঠকে যোগ দিচ্ছে না ভারত

এই চুক্তি স্বাক্ষর হলে দেশের কয়েকশো কোটি নাগরিককে বিপদে ফেলা হত বলে জানিয়েছে সরকার। যদিও এই চুক্তিতে যাতে মোদী সরকার স্বাক্ষর না করেন সেকারণে আরএসএসের অভ্যন্তরেই শুরু হয়েছিল বিরোধিতা। বাজার ও শুল্ক ক্ষেত্রে পারস্পরিক বন্ধুত্বের রফা চাইছিল ভারত। কিন্তু চিনের মদতে সেখানে অন্য সমীকরণ কাজ করতে শুরু করে। শনিবার পর্যন্ত ভারতের সঙ্গে এই নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। কূটনৈতিক পর্যায়েও চলেছে আলোচনা। ভারত ছাড়া ১৫টি দেশ চুক্তি স্বাক্ষরে রাজি হয়।
থাইল্যান্ডে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু শে। পর্যন্ত কোনও সমাধান সূত্র না মেলায় ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা সেই বৈঠকে যোগ দিচ্ছে না। এই চুক্তিতে ভারত স্বাক্ষর করলে চিনা সামগ্রিতে দেশ ছেয়ে যেত। ক্ষতির মুখে পড়ত দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, উৎপাদক এবং কৃষকরা। যে ১৬টি দেেশর সঙ্গে এই চুক্তি করার কথা বলা হচ্ছে তারমধ্যে ভারতের বাজারই সব থেকে বড়। কিন্তু মোদী সরকার এই চুক্তিতে স্বাক্ষর যাতে না করেন সেকারণে গত কয়েক মাস ধরেই বিরোধিতায় নেমেছে আরএসএস সমর্থিত স্বদেশি জাগরণ মঞ্চ। বিরোধিতা করেছে কংগ্রেসও। সব দিক বিবেচনা করেই মোদী সরকারে এই চরম সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

English summary
India decided not to join the China-backed Region RCEP trade deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X