For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতার ৭৫ বছরেই ৭৫ কোটি টিকার মাইলফলক পার ভারতের, উচ্ছ্বসিত টুইট স্বাস্থ্যমন্ত্রীর

স্বাধীনতার ৭৫ বছরেই ৭৫ কোটি টিকার মাইলফলক পার করল ভারত

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই তিন রাজ্য ও তিন কেন্দ্র শাসিত অঞ্চলে ১০০ শতাংশ প্রাপ্ত বয়ষ্কই করোনা টিকার একটি ডোজ পেয়ে গিয়েছেন। এমনকী আর বেশ কয়েকটি রাজ্য লক্ষ্যমাত্রা পূরণের একদম কাছে পৌঁছে গিয়েছে। টিকাকরণের (Corona Vaccine) গতি বেড়েছে কমবেশি প্রতিটা রাজ্যেই। এমতাবস্থায় এবার করোনা টিকা নিয়ে নতুন করে আশার কথা শোনাতে দেখা গেল স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে (Health Minister Mansukh Mandavya)। সেই সঙ্গে জুড়ে দিলেন ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের প্রসঙ্গও।

৭৫ কোটির মাইল ফলক পার করল ভারত

এদিকে সোমবারই ৭৫ কোটি করোনা ভ্যাকসিনের মাইলফলক পার করে ফেলল ভারত। সোমবার টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। হিন্দিতে করা এক টুইট বার্তায় স্বাস্থ্য মন্ত্রী লেখেন, 'শুভেচ্ছা ভারত! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ, সবকা বিকাশ স্লোগানেই নতুন মাইলফলক পার করল ভারত। এই স্লোগানে শান দিয়েই বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান চালিয়েছে ভারত। আজাদিকা অমৃত মহোৎসব ওরফে স্বাধীনতার ৭৫তম বছরে দেশ ৭৫ কোটি টিকা ডোজ টিকাকরণের মাইলফল পার করল'।

নতুন রেকর্ড তৈরি হচ্ছে একাধিক রাজ্যে

নতুন রেকর্ড তৈরি হচ্ছে একাধিক রাজ্যে

প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় ঢেউ থিতু হতে না হতেই ইতিমধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। আর সেকথা মাথায় রেখেই প্রতিটা রাজ্যেই বেড়েছে টিকাকরণের গতি। আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত প্রাপ্ত বয়ষ্ককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে ভারতের তরফে। ইতিমধ্যেই সিংহভাগ প্রাপ্ত বয়ষ্কই করোনা টিকার একটি ডোজ পেয়ে গিয়েছেন।রোজই নতুন রেকর্ড তৈরি হচ্ছে একাধিক রাজ্যে।

 কী বলছে সাম্প্রতিক রিপোর্ট

কী বলছে সাম্প্রতিক রিপোর্ট

কেন্দ্রীয় রিপোর্ট বলছে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশে ৭৫ কোটির বেশি টিকা ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৩ লক্ষ ৩৮ হাজার ৯৪৫ জন মানুষকে করোনা (Coronavirus) টিকা দেওয়া হয়েছে বলে খবর। বর্তমানে টিকাকরণে কেন্দ্রের মূল হাতিয়ার হিসাবে কাজ করচে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি। এদিকে দেশের মধ্যে হিমাচলপ্রদেশই প্রথম রাজ্য যেখানে সবার আগে একটি টিকা ডোজের এই লক্ষ্যমাত্র পূরণ হয়।

 পূরণ হবে লক্ষ্যমাত্রা ?

পূরণ হবে লক্ষ্যমাত্রা ?

এদিকে পরিসংখ্যান বলছে বছরের শেষে জনসংখ্যার ৬০ শতাংশকে সম্পূর্ণ টিকার ডোজ দিতে গেলে প্রতিদিন ১ কোটি ২০ লক্ষ ডোজ করে টিকাদানের প্রয়োজন। কিন্তু, গত একসপ্তাহে ভারত গড়ে দিন প্রতি ৭৭ লক্ষের বেশি টিকা দিতে পারেনি। অর্থাৎ, প্রতিদিন ৪৩ লক্ষ ডোজ করে ঘাটতি থেকেছে। তাই এত আশার মধ্যেও বছর শেষে লক্ষ্য পূরণ নিয়ে উদ্বেগ যে থাকছেই তা বলাই বাহুল্য। এদিকে বর্তমানে দেশে প্রত্যহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে ৪০ হাজারের আশেপাশে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
In the 75 years of independence, India has crossed the milestone of giving 75 cores vaccines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X