For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২-এর লক্ষ্যে দেশে পর্যটনের উন্নতি! মন কি বাত-এ উপায় বাতলে দিলেন মোদী

পর্যটনে ভারতের অবস্থান আশাব্যঞ্জক। এদিন প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, দেশের ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজিম কমপিটিটিভ ইনডেক্স ৩৪-এর পৌঁছে গিয়েছে ৬৫ থেকে।

  • |
Google Oneindia Bengali News

পর্যটনে ভারতের অবস্থান আশাব্যঞ্জক। এদিন প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, দেশের ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজিম কমপিটিটিভ ইনডেক্স ৩৪-এর পৌঁছে গিয়েছে ৬৫ থেকে। ২০২২ সাল নাগাদ দেশ বিশ্বের পর্যটন মানচিত্রে বড় গন্তব্য হয়ে উঠবে বলেও আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

২০২২-এর লক্ষ্যে দেশে পর্যটনের উন্নতি! মন কি বাত-এ উপায় বাতলে দিলেন মোদী

প্রধানমন্ত্রী বলেন, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তিনি বলেছেন, দেশবাসী শুনে খুব খুশি হবেন, যে বিশ্বের নামকরা পর্যটন সংস্থাগুলি ভারতের পর্যটনের মান নিয়ে খুশি। তারা দেখিয়েছে, ভারত পর্যটনে অনেক উন্নতিও করেছে। যার ফলে ট্যাভেল অ্যান্ড ট্যুরিজম কমপিটিটিভ ইনডেক্সে ভারত অনেক এগিয়ে গিয়েছে। মন কি বাতের ৫৭ তম এডিশনে এই তথ্যই উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের পর্যটনে ভারতের স্থান এখন ৩৪। ৫ বছর আগে যা ছিল ৬৫ । যদি আমরা আরও কঠিনভাবে চেষ্টা করি, তাহলে স্বাধীনতার ৭৫ তন বর্ষে (২০২২ সালে) ভারতকে বিশ্বের পপর্যটনের মানচিত্রে বিশেষ জায়গায় পৌঁছে দিতে পারব, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে আবেদন করেন, ২০২২ সালের মধ্যে তাঁরা যেন অন্তত ১৫ টি গন্তব্যে ভ্রমণ করেন। গত মাসে মোদী এই একই অনুরোধ করেছিলেন লালকেল্লার ভাষণে। এদিনের মন কি বাতে, প্রধানমন্ত্রী সেই কথাও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর মতে এই কাজ করলে, দেশে যে বৈচিত্র রয়েছে, তা মানুষ বুঝতে পারবেন। তবে ওই পনেরোটি জায়গায় একরাত কিংবা দুই রাত থাকতে পরিকল্পনা করারও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

English summary
India could become one of the major tourism destination by 2022, says PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X