For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় পর্যায়ের আনলক পর্বে ভারতের করোনা যুদ্ধে বড় ভূমিকা নিতে চলেছে ইজরায়েলি করোনা কিট

তৃতীয় পর্যায়ের আনলক পর্বে ভারতের করোনা যুদ্ধে বড় ভূমিকা নিতে চলেছে ইজরায়েলি করোনা কিট

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনার দাপাদাপিতে ত্রস্ত কমবেশি প্রত্যেক দেশ। করোনার জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করেছে, তাও প্রায় ৬ মাস হতে চলল। এর মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যাটা ১৬ লক্ষ। ফলত লকডাউনের কারণে শীতঘুমে চলে যাওয়া অর্থনীতিকে জাগিয়ে তোলার কারণে দরকার দ্রুত করোনা আক্রান্তের নির্ধারণ। ইজরায়েলের বিজ্ঞানীরা এই সপ্তাহেই ভারতে আসছেন নতুন চারটি করোনা পরীক্ষার কিট নিয়ে, যা অতি সহজে ও অতি দ্রুত বলে দিতে পারবে কোনো ব্যক্তি করোনা আক্রান্ত কি না!

জনসমাগম হয় এমন অঞ্চলে কিটের ব্যবহার

জনসমাগম হয় এমন অঞ্চলে কিটের ব্যবহার

ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, "করোনা আক্রমণের শুরু থেকেই ইজরায়েল ও ভারত একইসাথে কাজ করে চলেছে। আমরা আশাবাদী, দুই দেশের বিজ্ঞানীরা ক্রমাগত ও দ্রুত করোনা পরীক্ষার কিট উদ্ভাবনে সফল হবেন।" এই প্রকল্পে ইজরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে ভারতীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি রয়েছেন ডিআরডিও ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহকারী ডঃ কে বিজয় রাঘবন। রাঘবন জানিয়েছেন, "ভারতীয় জনঘনত্বের দিকে তাকিয়ে একটাই কথা বলা যায় যে, এইমুহূর্তে আমাদের দরকার কম খরচে ও অতি দ্রুত ক্রমাগত পরীক্ষা করার কিট এবং আমরা সেই লক্ষ্যে অনেকাংশে সফল হতে চলেছি।"

 করোনা কিটের রকমভেদ সম্পর্কে জেনে নিন

করোনা কিটের রকমভেদ সম্পর্কে জেনে নিন

ইজরায়েলের করোনা কিট সম্পর্কে বলতে গিয়ে রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন যে, "আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির মাধ্যমে গলার স্বর বিশ্লেষণ করে করোনা আক্রান্তের খবর বলে দেওয়ার মত যন্ত্র তৈরির চেষ্টায় আছেন বিজ্ঞানীরা। এছাড়াও ব্যক্তির থেকে নমুনা সংগ্রহ করে তা উচ্চ কম্পাঙ্ক(টেরা হার্টজ)-এর মাধ্যমে বিশ্লেষণ করে করোনার ভাবগতিক বিচার করা হবে। তৃতীয় পদ্ধতিতে শরীরের তাপমাত্রার হেরফের পরিলক্ষিত হবে এবং চতুর্থ উপায়ে পলিঅ্যানমাইনো অ্যাসিড বা দেহ প্রোটিনের পরীক্ষা করে করোনা চিহ্নিতকরণ হবে।" গবেষকরা জানিয়েছেন, চারটি সহজ পরীক্ষার মধ্যে যদি দুটিও সঠিক বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে সহজে বাড়ি বসেই করোনা সনাক্তকরণ সম্ভব হবে।

দিল্লির এইমসে চলবে গবেষণা

দিল্লির এইমসে চলবে গবেষণা

করোনা গবেষণায় গবেষক ও চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের ক্রমাগত কোভিড আক্রান্ত হওয়ার খবরে শিউরে উঠছেন সকলেই। আর তাই ইজরায়েল থেকে উড়িয়ে আনা হচ্ছে উন্নতমানের যন্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত রোবট, যাতে গবেষণায় মানুষের ব্যবহার কমানো যায়। রন মালকা জানিয়েছেন, "ভারতের তরফে ইজরায়েল থেকে রপ্তানির যে বিধি আরোপ করা হয়েছে, তা লঘু করা হয়েছে। ফলত ৮৩টি উন্নত প্রযুক্তির স্বাসযন্ত্র উড়িয়ে আনা হচ্ছে।" তিনি আরও জানান, "এভাবেই আমরা করোনার সঙ্গে বাঁচব এবং হাতে হাত ধরে লড়াই করতে শিখব।"

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে গবেষণা

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে গবেষণা

রন মালকা জানিয়েছেন, "ইতিমধ্যে গবেষণা চালু করার চেষ্টা চলছে। আশা করছি কিছু সপ্তাহের মধ্যেই ফলাফল পাওয়া যাবে এবং এভাবেই আমরা অর্থনীতিকে স্বাভাবিকত্বে ফিরিয়ে নিয়ে যেতে সফল হব।" রাষ্ট্রদূত রন মালকার কথায় ভেসে উঠছে ইজরায়েল ও ভারতের সুসম্পর্কের কথা, "কথায় আছে, বিপদে সময়ে বন্ধু চেনা যায়। মহামারীর শুরু থেকেই আমরা ভারতের পক্ষ থেকে বন্ধুত্বপূর্ণ সহায়তা পেয়ে এসেছি। প্রায় ১০০০ জন ইজরায়েলি এবং প্রয়োজনীয় ওষুধ দেশে ফিরিয়ে দিয়ে আমাদের ভারত যেভাবে সাহায্য করেছে, তারই প্রতিদান আমরা দিচ্ছি আমাদের প্রযুক্তির মাধ্যমে।"

ভারতে অস্থিরতা তৈরি করতে এবার পাকিস্তানের পথ অনুসরণ চিনের! মণিপুরের ঘটনায় জল্পনা তুঙ্গেভারতে অস্থিরতা তৈরি করতে এবার পাকিস্তানের পথ অনুসরণ চিনের! মণিপুরের ঘটনায় জল্পনা তুঙ্গে

English summary
india coronavirus update israeli corona kit is going to play a big role in the corona war in india in the third phase of unlock
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X