সুস্থতার হার বাড়ালেও অসুস্থ মানুষের সংখ্যা অনেক বেশি গোটা দেশই, উদ্বেগ বাড়ছে নতুন সংক্রমণেও
দেশের সুস্থতার হার বাড়লেও অন্য আশঙ্কার কথা শোনাচ্ছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমানে দেশে মোটা আক্রান্তেরদের মধ্যে ৭০ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের শেষ বিবৃতি থেকে। একইসাথে করোনার দৈনিক সংক্রমণের ক্ষেত্রেও গোটা বিশ্বে গত কয়েকদিনে শীর্ষ স্থানে রয়েছে ভারত। সই তুলনায় দৈনিক সুস্থতার হার সেই হারে বাড়েনি। পাশাপাশি একাধিক করোনা আক্রান্ত সুস্থ ব্যক্তিও সংক্রমণ পরবর্তী একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন।

বিশেষজ্ঞরা বলছেন এই চিত্র দেখলেই পরিষ্কার সুস্থ হওয়ার চেয়ে বেশি লোক প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছেন । পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট সংক্রামিত ২৩.২৯ লক্ষ মানুষের মধ্যে ৭০.৩৮ শতাংশ মানুষ এই রোগ থেকে মুক্তি পেয়েছেন। প্রায় ২৭.৬৪ শতাংশ মানুষ এখনও অসুস্থ। সোজা করে বললে এখনও চিকিত্সাধীন রোগীর সংখ্যা ৬ লক্ষ ৫৬ হাজারেও বেশি। পাশাপাসি মোট আক্রান্তের মধ্যে এখনও ১.৯৮ শতাংশ মানুষ মারা গেছেন। মোট সংখ্যা ৪৬ হাজারের কিছু বেশি ।
বিশেষজ্ঞেরা বলছেন ধীরে ধীরে সুস্থতার হার বাড়ার বিষয়ে নতুন কিছু নেই। মহামারীর শেষ পর্য়ায়ে দেখা যাবে মৃত্যুর হার এক শতাংশেরও কম নেমে যাবে। সেই সময় ৯৯ শতাংশেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠবেন। তবে এর মধ্যে, প্রতিদিনের নতুন আক্রান্ত এবং সুস্থতার পরিমাণ আমাদের সেই ইঙ্গিত দিতে পারে যে কত শীঘ্রই আমরা ওই এই পর্যায়ে পৌঁছাতে পারব।

নেপালকে ঢাল করে চিনের ছায়াযুদ্ধের কোন নয়া নীল নক্সা! ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্ট এবার টার্গেটে
{document1}