একের পর এক রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, সংক্রমণে নবম আর মৃত্যুতে ষষ্ঠ বাংলা
মঙ্গলবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,১০, ১৫, ৮৬৪ -তে। মৃত্যু হয়েছে ৭৮ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫৬, ৪৬৩-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪২ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০৭, ১২, ৬৬৫ জন।

ভারতে আক্রান্ত ১,১০, ১৫, ৮৬৪
মঙ্গলবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১০, ১৫, ৮৬৪। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০, ৪৯৪ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৭, ৩০৬।

কমছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০৭, ১২, ৬৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩, ২৫৫ জন। এদিন সকালে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭. ২৪ %-এ। মৃত্যুর হার ১.৪২%।

সংক্রমণ সব থেকে বেশি মহারাষ্ট্র, নবম স্থানে বাংলা
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র । আক্রান্তের সংখ্যা ৫,২১০। সুস্থ হয়েছেন ৫, ০৩৫ জন। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৩, ১১৩। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৫১, ৮০৬ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ১৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২,২১২। ২৪ ঘন্টায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫,০৩৭ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৪৪৯ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬ জনের, সুস্থ হয়েছেন ৪৬১ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে পঞ্জাব। ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ জনের। সুস্থ হয়েছেন ২২৫ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে কর্নাটক। সেখানে ৩১৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৮৭ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাত। সেখানে ৩১৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৭২ জন। সপ্তম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। ২৯৪ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৪১ জন। অষ্টম স্থানে রয়েছে ছত্তিশগড়। সেখানে ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৮২ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। নবমস্থানে রয়েছে বাংলা। আক্রান্তের সংখ্যা ১৪৮ জন। সুস্থ হয়েছেন ২৩১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। দশমস্থানে রয়েছে দিল্লি। আক্রান্তের সংখ্যা ১২৮ জন। সুস্থ হয়েছেন ১৫৭ জন। মৃত্যু হয়েছে ১ জনের। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে, কেরল রয়েছে দ্বিতীয়স্থান, তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব (১৫)। চতুর্থস্থানে রয়েছে তামিলনাড়ু, ছত্তিশগড় (৬)। পঞ্চমস্থানে রয়েছে কর্নাটক (৫)। ষষ্ঠস্থানে রয়েছে বাংলা, উত্তরাখণ্ড (৩)। সপ্তমস্থানে রয়েছে দিল্লি, তেলেঙ্গানা, গুজরাত, বিহার(১)-এর মতো রাজ্যগুলি।

২৪ ঘন্টায় ৬, ৭৮, ৬৮৫ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৬, ৭৮, ৬৮৫ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১১২, ২৬৩, ০২২ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২, ৪৮৫, ৩৮৪ জনের। সুস্থ হয়েছেন ৮৭, ৭৮৮, ৮৩৭ জন।