For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় দেশে কমল সংক্রমণ, হ্রাস মৃত্যুর হারে! ফের আক্রান্তের নিরিখে প্রথম কেরল, চতুর্থস্থানে বাংলা

২৪ ঘন্টায় দেশে কমল সংক্রমণ, হ্রাস মৃত্যুর হারে! ফের আক্রান্তের নিরিখে প্রথম কেরল, চতুর্থস্থানে বাংলা

  • |
Google Oneindia Bengali News

সোমবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৯৪, ৩১, ৬৯১ লক্ষে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮, ৭৭২ জন। মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১, ৩৭, ১৩৯ -তে। দেশে মৃত্যুর হার কমে (death) হয়েছে ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৮, ৪৭, ৬০০ জন।

ভারতে আক্রান্ত ৯৪, ৩১, ৬৯১ লক্ষ

ভারতে আক্রান্ত ৯৪, ৩১, ৬৯১ লক্ষ

সোমবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪, ৩১, ৬৯১ লক্ষ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪, ৪৬, ৯৫২।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৮৮, ৪৭, ৬০০ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৮, ৭৭২ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৮১ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ

২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৫৬৪৩। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৪,৬০১। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২,২২৪ জনের। ২৪ ঘন্টায় সেখানে ২৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫৫৪৪। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে দেশের মধ্যে সব থেকে বেশি ৮৫ জনের, সুস্থ হয়েছেন ৪৩৬২ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। ৪৯০৬ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় সেখানে ৬৮ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৬৩২৫ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থস্থানে রয়েছে বাংলা। ৩,৩৬৭ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ৩,৪৪৫ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান। সেখানে ২৫৮১ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৫৫৬ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের।

২৪ ঘন্টায় ৮, ৭৬, ১৭৩ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ৮, ৭৬, ১৭৩ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৮, ৭৬, ১৭৩ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৩, ০৭২, ৪৭৫ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৪৬৫, ১৮১ জনের। সুস্থ হয়েছেন ৪৩, ৫৪৫, ৮২৯ জন।

OIC-র 'কাশ্মীর প্রস্তাবনা'-র পর SCO-তে মুখোমুখি ভারত-পাকিস্তান, সভাপতিত্বে দিল্লিOIC-র 'কাশ্মীর প্রস্তাবনা'-র পর SCO-তে মুখোমুখি ভারত-পাকিস্তান, সভাপতিত্বে দিল্লি

English summary
India coronavirus tally for thirtyth November, welness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X