For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে কমল দৈনিক সংক্রমণ, বাড়ল সুস্থতার হার! আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানে বাংলা

শুক্রবার সন্ধেয় সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮১ লক্ষ পেরিয়ে গিয়েছিল। শনিবার সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৮১,৩৭, ১১৯-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার সন্ধেয় সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮১ লক্ষ পেরিয়ে গিয়েছিল। শনিবার সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৮১,৩৭, ১১৯-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮,২৬৮ জন। মৃত্যু হয়েছে ৫৫১ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,২১, ৬৪১ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৯ শতাংশ।

ইএসআই আইনে পরিবর্তন! বাড়ল মাতৃত্বকালীন সুবিধা, 'চাপ' বাড়ল কর্মী, নিয়োগকর্তার ওপরেইএসআই আইনে পরিবর্তন! বাড়ল মাতৃত্বকালীন সুবিধা, 'চাপ' বাড়ল কর্মী, নিয়োগকর্তার ওপরে

ভারতে আক্রান্ত ৮১, ৩৭, ১১৯

ভারতে আক্রান্ত ৮১, ৩৭, ১১৯

শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১, ৩৭, ১১৯ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫, ৮২, ৬ ৪৯।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৭৪, ৩২৮, ২৯ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯১.৩৪%-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তৃতীয়স্থানে পশ্চিমবঙ্গ

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তৃতীয়স্থানে পশ্চিমবঙ্গ

সক্রিয় আক্রান্তের নিরিখে দ্বিতীয়স্থানে স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯০, ৫৬৮। আক্রান্তের সংখ্যা ৪,২৫, ১২৩ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১৪৫৮ জনের। ২৪ ঘন্টায় মৃত্যু ২৮ জনের। ২৪ ঘন্টায় সংক্রমণ সব থেকে বেশি হয়েছে কেরল। দক্ষিণের বাম শাসিত এই রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬,৬৩৮। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে দিল্লি। সেখানে ৫৮৯১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখনও দৈনিক মৃত্যুর নিরিখে সবার আগে থাকলেও পরিস্থিতির উন্নতি রয়েছে মহারাষ্ট্রে। সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। ২৪ ঘন্টায় সেখানে সংক্রমণের সংখ্যা ৬,১৯০। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬, ৭২, ৫৫৮। ২৪ ঘন্টায় দেশের মধ্যে সব থেকে বেশি ১২৭ জনের মৃত্যু হয়েছে সেখানে। এরপরেই মৃত্যুর নিরিখে স্থান বাংলার। রাজ্যে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী গুজরাতে বলেছেন, ভারত করোনা বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করছে এবং এর থেকে বেরিয়ে আসছে।

২৪ ঘন্টায় ১০, ৬৭, ৯৭৬ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১০, ৬৭, ৯৭৬ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১০, ৬৭, ৯৭৬ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৫, ৯২১, ৬৯৮ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ১৯৩, ৯০৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৩, ২৫২, ২১৮ জন। ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৯৪ হাজার। ফ্রান্সে একদিনে আক্রান্তের সংখ্যা ৪৯, ২১৫ জন।

English summary
India coronavirus tally for thirty first October, infection decreases and welness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X