For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত ৫৫,৩৪২ জন! বছরের শুরুতে একাধিক ভ্যাকসিন, আশা সরকারের

সোমবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৭১ লক্ষ পেরিয়ে গিয়েছিল। এদিন সকাল নটা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৭১,৭৫,৮৮১-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫,৩৪২ জন

  • |
Google Oneindia Bengali News

সোমবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৭১ লক্ষ পেরিয়ে গিয়েছিল। এদিন সকাল নটা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৭১,৭৫,৮৮১-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫,৩৪২ জন । মৃত্যু হয়েছে ৭০৬ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০৯,৮৫৬-তে। । দেশে মৃত্যুর হার (death) ১.৫৩ শতাংশ। পরপর ৬৮দিন দৈনিক সংক্রমণের নিরিখে ভারত ১ নম্বরে।

বেলেঘাটায় ভয়াবহ বিস্ফোরণ! উড়ল ক্লাবের ছাদবেলেঘাটায় ভয়াবহ বিস্ফোরণ! উড়ল ক্লাবের ছাদ

ভারতে আক্রান্ত ৭১,৭৫, ৮৮১

ভারতে আক্রান্ত ৭১,৭৫, ৮৮১

সোমবার সকালে দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৭১,২০,৫৩৯। মঙ্গলবার সকালে তা বেড়ে হয়েছে ৭১,৭৫, ৮৮১। এদিন সকালে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৩,৮৭,২৯। সোমবার এই সংখ্যাটা ছিল ৮৬,১৮,৫৩।

বাড়ছে সুস্থতার হার

বাড়ছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৬২.২৫ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৭,৭৬০ জন। সোমবার সকালে সুস্থতার হার ছিল ৮৬.৩৬%। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৮৬.৭৬%।

মহারাষ্ট্র কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার সংখ্যা

মহারাষ্ট্র কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার সংখ্যা

সক্রিয় আক্রান্তের নিরিখে এদিনও তৃতীয় স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৪,৩৮৮। অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তবে সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। অন্যদিকে সুস্থতার সংখ্যা বেড়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫,৩৫, ৩১৫।

২৪ ঘন্টায় ১০, ৭৩, ০১৪ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১০, ৭৩, ০১৪ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১০, ৭৩, ০১৪ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩৮, ০৪২, ৯১০ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৮৫, ৩৭৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২, ৮৬, ০৩, ১৬৯ জন।

বছরের শুরুতেই একাধিক ভ্যাকসিন

বছরের শুরুতেই একাধিক ভ্যাকসিন

এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রী আশাপ্রকাশ করেছেন, বছরের শুরুতেই দেশে একাধিক ভ্যাকসিন পাওয়া যাবে। কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে, তা পরিকল্পনা করছে একটি এক্সপার্ট গ্রুপ।

English summary
India coronavirus tally for thirteenth October, wellness increases and death toll decreases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X