For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে করোনায় মৃত্যুর হার কমল! আক্রান্তে ষষ্ঠ আর মৃত্যুতে চতুর্থস্থানে বাংলা

রবিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৪, ৫০, ২৮৪ -তে। মৃত্যু হয়েছে ২০১ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫০, ৯৯৯-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৪ শতাংশ। স

  • |
Google Oneindia Bengali News

রবিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৪, ৫০, ২৮৪ -তে। মৃত্যু হয়েছে ২০১ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫০, ৯৯৯-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৪ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০০, ৭৫, ৯৫০ জন।

'বেসুরো' এআইসিসির কমিটির নেতা! ২১-এর আগে বামেদের সঙ্গে জোট প্রক্রিয়ায় ধাক্কা লাগার আশঙ্কা'বেসুরো' এআইসিসির কমিটির নেতা! ২১-এর আগে বামেদের সঙ্গে জোট প্রক্রিয়ায় ধাক্কা লাগার আশঙ্কা

ভারতে আক্রান্ত ১,০৪, ৫০, ২৮৪

ভারতে আক্রান্ত ১,০৪, ৫০, ২৮৪

রবিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৪, ৫০, ২৮৪ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,২৩, ৩৩৫। পরপর সাতদিন দেশে সংক্রমণের গড় ১৮ হাজারের আশপাশেই থাকল।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০০, ৭৫, ৯৫০ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯, ২৯৯ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬. ৪২ %-এ। দেশে দীর্ঘদিন ধরে মৃত্যুর হার ১.৪৫ থাকার পর এদিন তা কমে হয়েছে ১.৪৪%।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, ষষ্ঠস্থানে বাংলা

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, ষষ্ঠস্থানে বাংলা

২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৫,৫২৮ । সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৪, ৩২৩। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩,২৮০ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ২২ জনের মৃত্যু হয়েছে। পরপর ২৬ দিন সেখানে সংক্রমণ ঊর্ধ্বমুখী। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩,৫৮১। ২৪ ঘন্টায় সেখানে দেশের মধ্যে সব থেকে বেশি ৫৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২৪০১ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানে উঠে এসেছে উত্তর প্রদেশ। ১২৮৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৪ জনের। সুস্থ হয়েছেন ১৩৭৫ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ছত্তিশগড়। সেখানে ১০১৪ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭৭০ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। পঞ্চম স্থানে রয়েছে কর্নাটক। ৮৭২ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের, সুস্থ হয়েছেন ৮৯২ জন। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা। ৭৮৭ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৯৭৮ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। সপ্তম ও অষ্টমস্থান রয়েছে যথাক্রমে তামিলনাড়ু ও গুজরাত। দুই রাজ্যে যথাক্রমে আক্রান্তের সংখ্যা ৭৬১, ৬৭৫ জন। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে আর বাংলা রয়েছে চতুর্থ স্থানে।

২৪ ঘন্টায় ৮, ৪৩, ৩০৭ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ৮, ৪৩, ৩০৭ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৮, ৪৩, ৩০৭ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। ভারতে ইতিমধ্যেই পরীক্ষার সংখ্যা ১৮ কোটি পেরিয়ে গিয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯০, ০৮৪, ৫২৭ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৯৩৪, ৯২৫ জনের। সুস্থ হয়েছেন ৬৪, ৪৬৬, ১২৩ জন।

English summary
India coronavirus tally for tenth january, welness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X