করোনায় টিকাকরণ শুরু দিনে সারা দেশে সংক্রমণে খানিকটা স্বস্তি! আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে তৃতীস্থানে বাংলা
শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৫, ৪২, ৮৪১ -তে। মৃত্যু হয়েছে ১৭৫ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫২, ০৯৩-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৪ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০১, ৭৯, ৭১৫ জন।
এবার সেলিমের নিশানায় ভাইপোও! চিটফান্ড তদন্তে মোদী সরকারের 'সময়মতো' সক্রিয়তা নিয়ে প্রশ্ন

ভারতে আক্রান্ত ১,০৫, ৪২, ৮৪১
শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৫, ৪২, ৮৪১ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,১০, ০৩৩।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০১,৭৯, ৭১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬, ৯৭৭ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬. ৫৬ %-এ। মৃত্যুর হার ১.৪৪%।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, চতুর্থ স্থানে বাংলা
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৫৬২৪ । সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৭, ৪৯৮। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩,৪১৬ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ২৩ জনের মৃত্যু হয়েছে। প্রায় একমাস ধরে সেখানে সংক্রমণ সংক্রমণ ঊর্ধ্বমুখী। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩,১৪৫। ২৪ ঘন্টায় সেখানে দেশের মধ্যে সব থেকে বেশি ৪৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৫০০ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানে উঠে এসেছে কর্নাটক। ৭০৮ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়েছেন ৬৪৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ । সেখানে ৬২৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৫৬ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। পঞ্চম স্থানে রয়েছে তামিলনাড়ু। ৬২১ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫ জনের, সুস্থ হয়েছেন ৮০৫ জন। ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাট। ৫৩৫ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। সপ্তম ও অষ্টমস্থান রয়েছে যথাক্রমে ছত্তিশগড় ও উত্তর প্রদেশ। দুই রাজ্যে যথাক্রমে আক্রান্তের সংখ্যা ৫২১, ৪৭২ জন। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে আর বাংলা রয়েছে তৃতীয় স্থানে।

২৪ ঘন্টায় ৮, ০৩, ০৯০ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৮, ০৩, ০৯০ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। ১৫ জানুয়ারি পর্যন্ত দেশে ১৮, ৫৭, ৬৫, ৪৯১ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪, ৩১৪, ৫৮৯ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২, ০১৭, ৯০৩ জনের। সুস্থ হয়েছেন ৬৭, ৩৪৫, ৮৭১ জন।