For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে করোনায় সংক্রমণ পেরলো সাড়ে ৮৪ লক্ষ! আক্রান্তের নিরিখে প্রথমে দিল্লি, চতুর্থস্থানে বাংলা

শনিবারই হয়তো সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮৫ লক্ষ পেরিয়ে যাবে। এদিন সকাল সাড়ে নটা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৮৪, ৬২, ০৮১ লক্ষ-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্র

  • |
Google Oneindia Bengali News

শনিবারই হয়তো সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮৫ লক্ষ পেরিয়ে যাবে। এদিন সকাল সাড়ে নটা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৮৪, ৬২, ০৮১ লক্ষ-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০, ৩৫৭ জন। মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,২৫,৫৬২ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৯ শতাংশ।

পারা পতন অব্যাহত, কলকাতায় স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম! কোন পরিস্থিতি সারা বাংলায়, একনজরে

 ভারতে আক্রান্ত ৮৪, ৬২, ০৮১ লক্ষ

ভারতে আক্রান্ত ৮৪, ৬২, ০৮১ লক্ষ

শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪, ৬২, ০৮১ লক্ষ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫, ১৬, ৬৩২।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৭৮, ১৯, ৮৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৩, ৯২০ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৩২%-এ।

সংক্রমণ সব থেকে বেশি দিল্লিতে, চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ

সংক্রমণ সব থেকে বেশি দিল্লিতে, চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ

এদিনও সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম মহারাষ্ট্র আর ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে দিল্লি। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৯৭৭২। আক্রান্তের সংখ্যা ৪,২৩, ৮৩১ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৬৮৩৩ জনের। ২৪ ঘন্টায় মৃত্যু ৬৪ জনের। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণের বাম শাসিত এই রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৭০০২। অন্যদিকে এখনও দৈনিক মৃত্যুর নিরিখে সবার আগে থাকলেও পরিস্থিতির উন্নতি রয়েছে মহারাষ্ট্রে। সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। ২৪ ঘন্টায় সেখানে সংক্রমণের সংখ্যা ৬,৮৭০। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭, ১০, ৩১৪। ২৪ ঘন্টায় দেশের মধ্যে সব থেকে বেশি ১৬১ জনের মৃত্যু হয়েছে সেখানে। সব থেকে বেশি ১১০৬০ জন সুস্থ হয়েছেন এই রাজ্যেই। ২৪ ঘন্টায় মৃত্যুর নিরিখে তৃতীয়স্থানে বাংলা। রাজ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪২৮৩ জন।

২৪ ঘন্টায় ১১, ১৩, ২০৯ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১১, ১৩, ২০৯ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১১, ১৩, ২০৯ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৯, ৬৬৭, ৬৯৭ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ২৪৮, ৭৭৯ জনের। সুস্থ হয়েছেন ৩৫, ২৫৪, ৭২৪ জন।

English summary
India coronavirus tally for seventh November, infection decreases and welness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X