For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত ৫৫,৭২২ জন! সক্রিয় আক্রান্তের নিরিখে ষষ্ঠস্থানে বাংলা

সোমবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৭৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৭৫, ৫০, ২৭৩-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫,৭২২

  • |
Google Oneindia Bengali News

সোমবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৭৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৭৫, ৫০, ২৭৩-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫,৭২২ জন । মৃত্যু হয়েছে ৫৭৯ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,১৪,৬১০-তে। । দেশে মৃত্যুর হার (death) ১.৫২ শতাংশ।

দিলীপ ঘোষের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সুজন চক্রবর্তী! সুস্থতার কামনার সঙ্গে দিলেন খোঁচাওদিলীপ ঘোষের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সুজন চক্রবর্তী! সুস্থতার কামনার সঙ্গে দিলেন খোঁচাও

ভারতে আক্রান্ত ৭৫, ৫০, ২৭৩

ভারতে আক্রান্ত ৭৫, ৫০, ২৭৩

বৃহস্পতিবার সকালে আক্রান্তের সংখ্যা ছিল ৭৩, ০৭, ০৯৭। সেদিন সকালে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮১, ২৩, ০৯০। সোমবার সকালে আক্রান্তের সংখ্যা ৭৫, ৫০, ২৭৩। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭, ৭২, ০৫৫।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৬৬.৬৩ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৬,৩৯৯ জন। বৃহস্পতিবার সকালে সুস্থতার হার ছিল ৮৭.০৫%। সোমবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে, ৮৮.০৩%।

মহারাষ্ট্র কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার সংখ্যা

মহারাষ্ট্র কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার সংখ্যা

সক্রিয় আক্রান্তের নিরিখে এদিনও তৃতীয় স্থানে কেরল। আক্রান্তের সংখ্যার নিরিখে ষষ্ঠস্থানে উঠে এসেছে দক্ষিণের বাম শাসিত এই রাজ্য। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৫, ২০৩। আক্রান্তের সংখ্যা ৩,৪১, ৮৬০ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৭,৬৩১। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২২ জনের। অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তবে সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫,৯৫, ৩৮১। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৮২, ৯৭৩। মৃত্যু হয়েছে ৪২, ১১৫ জনের। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯,০৬০ জন। সুস্থ হয়েছেন ১১, ২০৪ জন। সারা দেশে আক্রান্তের নিরিখে অষ্টমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আর সক্রিয় আক্রান্তের নিরিখে ষষ্ঠস্থানে রয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩,২১,০৩৬ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৩৩,৯২৭ জন।

২৪ ঘন্টায় ৮, ৫৯, ৭৮৬ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ৮, ৫৯, ৭৮৬ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৮, ৫৯, ৭৮৬ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪০, ২৮১, ০৮০ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১১, ১৮, ৩২৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩০, ১১৬, ২২৮ জন।

English summary
India coronavirus tally for nineteenth October, wellness increases and death toll decreases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X