For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে করোনায় আক্রান্ত ২৪ ঘন্টায় ৩.৩৭ লক্ষের বেশি! পজিটিভিটি রেট ১৭.২২%

সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় কিছুটা কমল। কমেছে মৃতের সংখ্যাও। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২১, ১৩, ৩৬৫। ২৪ ঘন্টায় ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছ

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় কিছুটা কমল। কমেছে মৃতের সংখ্যাও। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২১, ১৩, ৩৬৫। ২৪ ঘন্টায় ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪,৮৮, ৮৮৪-এ। দেশে মৃত্যুর হার (death) ১.২৬ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩, ৬৩, ০১, ৪৮২ জন।

ভারতে আক্রান্ত ৩,৮৫, ৬৬, ০২৭

ভারতে আক্রান্ত ৩,৮৫, ৬৬, ০২৭

শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৫, ৬৬, ০২৭। এর মধ্যে ওমিক্রন আক্রান্ত ১০,০৫০ জনও রয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩৭, ৭০৪ জন। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২১, ১৩, ৩৬৫। ২৪ ঘন্টায় সারা দেশে সক্রিয় আক্রান্ত বেড়েছে ৯৪, ৫৪০। শতাংশের নিরিখে বৃদ্ধি প্রায় ৫.৪৩%।

একনজরে শুক্রবারের পরিসংখ্যান

একনজরে শুক্রবারের পরিসংখ্যান

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩,৪৭, ২৫৪ জন। যা তৃতীয় ওয়েভে এখনও পর্যন্ত সব থেকে বেশি। সেই সঙ্গে শুক্রবার বেশি ছিল দৈনিক মৃত্যুর সংখ্যাও। মৃত্যুর সংখ্যা বলা হয়েছিল ৭০৩। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছিলেন ২,৫১, ৭৭৭ জন।

সুস্থতার হার

সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩৬৩০১৪৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২, ৪২, ৬৭৬ জন। এদিন সকালে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৩. ৩১ %-এ। মৃত্যুর হার ১.২৬ %।

 সব থেকে বেশি মৃত্যু মহারাষ্ট্রে

সব থেকে বেশি মৃত্যু মহারাষ্ট্রে

২৪ ঘন্টার নিরিখে সব থেকে বেশি সক্রিয় করোনা আক্রাম্ত কর্নাটকে। সেখানে ২৯৯১২ জন সক্রিয় আক্রান্তের বৃদ্ধি হয়েছে। এরপরেই সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে কেরল, ২৪৫০৯। তৃতীয় স্থানে রয়েছে গুজরাত, ১১৯৫৫ জন। পশ্চিমবঙ্গে সক্রিয় আক্রান্তের সংখ্যা করেছে ৯৯৯৩। দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৬৭৭৬। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৮২৭। ২৪ ঘন্টায় সব থেকে বেশি ৫২ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে দিল্লি ৩৮, বাংলা ৩৫ জন। কেরলে ৩৩ জনের মৃত্যু হলেও, এর সঙ্গে আগেকার ৭৩ জনের মৃত্যুর সংখ্যা যুক্ত হওয়ায় মৃতের সংখ্যাটা স্বাভাবিক ভাবেই বেড়েছে সাড়া দেশে।

২৪ ঘন্টায় ১৯, ৬০, ৯৫৪ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১৯, ৬০, ৯৫৪ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১৯, ৬০, ৯৫৪ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। শুক্রবার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৬৭, ৪৯, ৭৪৬ জনকে। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিন পেয়েছেন ১, ৬১, ১৬, ৬০, ০৭৮ জন।

Weather Update: ভোর হতেই বৃষ্টি, কুয়াশা বিস্তীর্ণ অঞ্চলে! ৬ জেলায় সতর্কবার্তার সঙ্গে বাংলার আবহাওয়ার আপডেটWeather Update: ভোর হতেই বৃষ্টি, কুয়াশা বিস্তীর্ণ অঞ্চলে! ৬ জেলায় সতর্কবার্তার সঙ্গে বাংলার আবহাওয়ার আপডেট

English summary
India records 337704 new cases and 488 deaths of Covid infection in last 24 hours on 22 January, 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X