For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল, হ্রাস মৃত্যুর সংখ্যাতেও ! নতুন করে আক্রান্ত ২২২৭০ জন

সারা দেশে (India) করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় আরও কিছুটা কমল। এদিনও মৃতের সংখ্যা ৩২৫। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২,৫৩,৭৩৯। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,১১,

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে (India) করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় আরও কিছুটা কমল। এদিনও মৃতের সংখ্যা ৩২৫। তার মধ্যে কেরলেই অর্ধেকের বেশি। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২,৫৩,৭৩৯। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,১১, ২৩০-এ। দেশে মৃত্যুর হার (death) ১.১৯ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪, ২০, ৩৭, ৫৩৬ জন।

ভারতে আক্রান্ত নতুন করে আক্রান্ত ২২,২৭০

ভারতে আক্রান্ত নতুন করে আক্রান্ত ২২,২৭০

শনিবার সকালে সারা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২,২৭০। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,৫৩, ৭৩৯। ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩৮,৩৫৩। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬০, ২৯৮ জন। শতাংশের নিরিখে সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি প্রায় ০.৫৯%।

একনজরে শুক্রবারের পরিসংখ্যান

একনজরে শুক্রবারের পরিসংখ্যান

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার করোনা আক্রান্ত হয়েছিলেন ২৫,৯২০ জন। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৮৯২। পজিটিভিটি রেট কমে হয়েছে ২.০৭ শতাংশ।

সুস্থতার হার

সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৪২০৩৭৫৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬০,২৯৮ জন। এদিন সকালে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮. ২১ %-এ। মৃত্যুর হার ১.১৯ %।

এখনও সব থেকে বেশি মৃত্যু কেরলে

এখনও সব থেকে বেশি মৃত্যু কেরলে

দেশের সবকটি রাজ্যেই সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমছে, কমছে মৃত্যু সংখ্যাও। গত কয়েকদিনের মতো এখনও সব থেকে বেশি সক্রিয় করোনা আক্রান্ত কেরলে। সেখানে এখনও সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬,৬৬৬ জন। এরপরেই সক্রিয় আক্রান্তের সংখ্যা বেশি মহারাষ্ট্রে ২৫১৪২ জন। ২৪ ঘন্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এর মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ৬১ জনের। কিন্তু বিভিন্ন সময়ে কেরলে হিসেবে মধ্যে আসা মৃত্যুও এদিনের তালিকায় যুক্ত হয়েছে। এদিন সেই তালিকায় ১৩০ জনের নাম যুক্ত হওয়ার কেরলের ২৪ ঘন্টার নিরিখে মতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩২৫-এ।

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি

১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯ জন। মৃত্যু ১৩ জনের। ওই দিন করোনা মুক্ত হয়েছে ১৩৪৬ জন। সুস্থতার হার ৯৮.৫৭%। রাজ্যে পজিটিভি রেট ০.৯০%। ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার সংখ্যা প্রায় ৩৫,৫৮৩।

২৪ ঘন্টায় ১২,৩৫,৪৭১ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১২,৩৫,৪৭১ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১২,৩৫,৪৭১ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। শুক্রবার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৬, ২৮, ৫৭৮ জনকে। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিন পেয়েছেন ১, ৭৫, ০৩, ৮৬, ৮৩৪ জন।

সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে দলকে বার্তা মমতার! নিশানা কাদের, জল্পনা তৃণমূলেসোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে দলকে বার্তা মমতার! নিশানা কাদের, জল্পনা তৃণমূলে

English summary
India records 22270 new cases and 325 deaths of Covid infection in last 24 hours on 19 February, 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X