For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত আমেরিকাকে ছাপিয়ে গেল কোন অঙ্কে! দেশে টানা ৬ দিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ঘিরে উদ্বেগ

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই পরিস্থিতি উদ্বেগের দিকে যেতে শুরু করে দিয়েছে ভারতে। করোনায় শুধু আক্রান্ত হওয়াই যেখানে আগে উদ্বেগের ছিল, এখন সেখানে আক্রান্ত হয়ে হাসপাতালের বেড পাওয়া নিয়েও উদ্বেগ শুরু হয়ে গিয়েছে। গত কয়েদিনে দেশে অন্তত ১৮ জন রাজনীতিবিদ তথা মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেখে নেওয়া যাক।

শেষ ২৪ ঘণ্টা মারাত্মক

শেষ ২৪ ঘণ্টা মারাত্মক

শেষ ২৪ ঘণ্টার হিসাবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বেড়েছে ৫২,০৫০ এ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার জেরে মৃত্যু হয়েছে ৮০৩ জনের। পরিস্থিতি নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

৬ দিনে পর পর ৫০ হাজারের উপর!

৬ দিনে পর পর ৫০ হাজারের উপর!

দেখে যাচ্ছে গত ৬ দিনে পর পর ৫০ হাজারের উপর উঠে গিয়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরে ভারতের পজিটিভিটির হার ৮ শতাংশ হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী।

 কোন কোন রাজ্য ঘিরে আশঙ্কা

কোন কোন রাজ্য ঘিরে আশঙ্কা

ভারতে করোনার মারণ থাবা বসেছে মহারাষ্ট্রে। সেখানে ৪৫০১৯৬ জন আক্রান্ত। তামিলনাড়ু এরপরই রয়েছে। সেখানে মোট আক্রান্ত২৫১৭৩৮ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ১৬৬৫৮৬ জন। কর্ণাটকে আক্রান্ত ১৩৯৫৭১ জন।

আমেরিকাকে ছাপিয়ে গেল ভারত

আমেরিকাকে ছাপিয়ে গেল ভারত

এদিকে, এদিন দৈনিক আক্রান্তের বিচারে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজারের খানিকটা বেশি। সেদিক দিয়ে , গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫২,০৫০ জন। ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১৮,৫৫৭৪৬ জন। সুস্থ হয়েছেন ১২৩০৫১০ জন। মৃত্যু হয়েছে ৩৮৯৩৮ জনের।

অযোধ্যায় প্রস্তাবিত মন্দিরে রামের মূর্তিতে গোঁফ রাখতে হবে! হিন্দু নেতার দাবি ঘিরে শোরগোলঅযোধ্যায় প্রস্তাবিত মন্দিরে রামের মূর্তিতে গোঁফ রাখতে হবে! হিন্দু নেতার দাবি ঘিরে শোরগোল

English summary
India Corona virus cases at 1,855,331 with straight 6th day addition of 50k covid cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X