For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্তে ঢোক গিলে পিছু হটল চিন! ভারতও নিল পর্যাপ্ত পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতির চাপ এই মুহূর্তে রয়েছে চিনের উপর। উহান নিয়ে করোনা ভাইরাস ঘিরে চিনকে কার্যত কষে আক্রমণ শানিয়ে যাচ্ছে আমেরিকা। অন্যদিকে, লাদাখ সীমান্তে চিন আচমকা আস্ফালন দেখাতে শুরু করে। যার পাল্টা জবাব দিতে এক চুল জমি ছাড়েনি ভারত। এবার পরিস্থিতি অন্যদিকে।

প্যাংগং লেক বরাবর কোন পরিস্থিতি?

প্যাংগং লেক বরাবর কোন পরিস্থিতি?

পূর্ব লাদাখে প্যাংগং লেক বরাবর রাস্তায় চিনের সেনার সঙ্গে চোখে চোখ মিলিয়ে ঠাণ্ডা লড়াই শানাচ্ছে ভারতীয় সেনা। এদিকে দুই তরফের তাপ উত্তাপ যখন চরমে পৌঁছে যায় তখনই ধীরে ধীরে শান্ত হতে থাকে লাদাখ । এবার দুই তরফের সেনাই পিছু হটতে শুরু করেছে।

 কতটা পিছিয়ে গেল দুই দেশের সেনা?

কতটা পিছিয়ে গেল দুই দেশের সেনা?

লাদাখের চিন সীমান্তে যে দিল্লি একরোখা হয়ে রয়েছে তা ভালোই আঁচ পয়েছে চিন। শেষে বুধবার রাতের দিকে ২ কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিনের সেনা। সেই মতো একই পরিমাণ দূরত্ব পিছিয়ে গিয়ে অবস্থান নিয়েছে ভারতীয় সেনাও। ফলে পরিস্থিতি আপাতত সুস্থির সেখানে।

গালওয়ান উপত্যকা ও ভারত-চিন

গালওয়ান উপত্যকা ও ভারত-চিন

মূলত গালওয়ান ভূখণ্ড ঘিরেই চিনের সেনার সঙ্গে ভারতের সেনার প্রবল সংঘাত হয়। লাদাখ সীমান্তে একটি ন্যাশনাল হাইওয়ে তৈরি করছে ভারত। যা খুব একটা ভালো চোখে নেয়নি চিন। আর সেই সূত্র ধরেই চিনেক আস্ফালন শুরু হয় সীমান্তে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও লাদাখ সীমান্ত

মার্কিন যুক্তরাষ্ট্র ও লাদাখ সীমান্ত

মূলত, চিন -ভারত দ্বন্দ্বের মাঝে মধ্যস্থতা করতে চেয়ে এগিয়ে এসেছিল আমেরিকা। যে আমেরিকার চক্ষুশূল চিন। যদিও আমেরিকার দাবি ভারত চিন দুই তরফই প্রত্যাখ্যান করে। তবে মার্কিন প্রেসিডেন্টএই সংঘাতের আবহে যে ভারতের পাশে রয়েছেন, তা জি ৭ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানিয়েই স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি ,চিনের সীমান্ত সংঘাতে রক্তচক্ষু আস্ফালনকে সহজে মেনে নেয়নি আমেরিকাও। তা বারবার ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে। ফলে বহু কূটনৈতিক চাপে পড়ে শেষে ২ কিলোমিটার রাস্তা লাদাখে পিছিয়ে গিয়েছে চিনের সেনা।

গত আট বছরে ভারতে বিভিন্ন কারণে মোট ৭৫০টি বাঘের মৃত্যু হয়েছে, শীর্ষে মধ্যপ্রদেশগত আট বছরে ভারতে বিভিন্ন কারণে মোট ৭৫০টি বাঘের মৃত্যু হয়েছে, শীর্ষে মধ্যপ্রদেশ

English summary
India china standoff, slight retreat by both troops in ladakh region
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X