For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে সংঘাতের আবহে আজ ফের মুখোমুখি ভারত-চিন

  • |
Google Oneindia Bengali News

প্যানগং ,গোগরাকে নজরে রেখে এদিন ফের ভারত-চিন কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক রয়েছে সীমান্তে। সেনা পর্যায়ের এই বৈঠক এই নিয়ে পঞ্চম পর্বে পড়তে চলেছে। বহুদিন ধরেই চিনের সঙ্গে সংঘাতে রয়েছে ভারত। লাদাখ সীমান্তের একাধিক এলাকাকে টার্গেট করে চিন এগোতেই গত ১৫ জুন দউ পক্ষের সেনার সংঘাতে ২০ জন বীর ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। এরপর এদিনের বৈঠকে কোন কোন ফ্যাক্টর কার্যকরী দেখে নেওয়া যাক।

 লাদাখে সংঘাতের আবহে আজ ফের মুখোমুখি ভারত-চিন

এদিকে, চিন ভারত সংঘাতের আবহে ফের উত্তেজনা বাড়ছে সীমান্তে। শেষ সামরিক বৈঠক অনুযায়ী লাদাখের প্রকৃত নিয়ন্ত্র রেখা থেকে দুই দেশের সেনাই ডিসএনগেজমেন্টে রাজি হলেও উল্টোপথে হাঁটছে বেজিং। ইতিমধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের শক্তি বাড়াচ্ছে লালফৌজ। একাধিক উপগ্র চিত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যেই পিপলস লিবারেশন আর্মির সেনাদের জন্য বাড়িত নৌকা নিয়ে আসার পাশাপাশি থাকার ব্যবস্থাও করা হচ্ছে হ্রদ তীরবর্তী অঞ্চলে।

চিন এদিকে, প্রথম থেকেই দাবি করছে বহু সংঘাতের এলাকায় ডিসএনগেজমেন্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে সেই তত্ত্ব মানতে নারাজ ভারত। দিল্লি সাফ জানিয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি সীমান্তে। এদিকে, চিন এখনও প্রায় ৩৫ হাজার সেনা মজুত রেখেছে লাদাখ সীমান্তে। যার পর ভারতও প্রায় ৪৫ হাজার সেনাকে লাদাখে তীক্ষ্ণ নজর রাখতে বলে।

 'রাম মন্দিরের ভূমি পূজার দিন যদি লকডাউন চলে...' মমতাকে তুমুল হুঁশিয়ারি দিলীপের 'রাম মন্দিরের ভূমি পূজার দিন যদি লকডাউন চলে...' মমতাকে তুমুল হুঁশিয়ারি দিলীপের

English summary
India China stand off in Ladakh, 5th round of talks today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X