For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী করে ভারতীয় ভূখণ্ড দখল করল চিন? গালওয়ান নিয়ে মোদীর কাছে জবাব চাইলেন সনিয়া গান্ধী

Google Oneindia Bengali News

বুধবার এক ভিডিও বার্তায় মোদী সরকারের উদ্দেশে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী। এর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের সেনাবাহিনীর সংঘর্ষ এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল কংগ্রেস সহ বিরোধীরা। এরপর এদিন কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী এই বিষয়ে বক্তব্য রাখেন।

চিন সীমান্তে ভারতীয় সেনার শহিদ হওয়ায় দেশকে কেঁপে গিয়েছে

চিন সীমান্তে ভারতীয় সেনার শহিদ হওয়ায় দেশকে কেঁপে গিয়েছে

এদিকে লাদাখ ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগলেও দেশের স্বার্থে সবাই এক জোট হয়ে লড়বে বলেও আশাপ্রকাশ করেছেন সনিয়া। এদিন সনিয়া বলেন, 'চিন সীমান্তে ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। ওই বীর সৈনিকদের আমার শ্রদ্ধা জানাই। এর সঙ্গে এ-ও প্রার্থনা করি ওই শহিদদের পরিবার যেন এই দুঃখ সহ্য করবার মানসিক শক্তি অর্জন করতে পারেন।'

চিন ভারতের কতটা জমি দখল করেছে?

চিন ভারতের কতটা জমি দখল করেছে?

এরপর তিনি কেন্দ্র ও প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, 'প্রধানমন্ত্রীর প্রকাশ্যে বলা উচিত চিন কী ভাবে আমাদের দেশের ভূখণ্ড কব্জা করল।' প্রসঙ্গত, এদিন সকালে প্রধানমন্ত্রী লাদাখ ইস্যুতে কিছু লুকোচ্ছেন অভিযোগ এনে তোপ দেগেছিলেন রাহুল গান্ধীও।

দেড় মাস ধরে লাদাখে ভারতীয় অঞ্চলে অনধিকার প্রবেশ করেছে চিন

দেড় মাস ধরে লাদাখে ভারতীয় অঞ্চলে অনধিকার প্রবেশ করেছে চিন

এদিন সনিয়া বলেন, 'বিগত দেড় মাস ধরে লাদাখে ভারতীয় অঞ্চলে অনধিকার প্রবেশ করেছে চিন৷ আজ যখন দেশে এই বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে, তখন প্রধানমন্ত্রীর উচিত সামনে এসে সবাইকে সত্যিটা জানানো৷ তাঁর জানানো উচিত চিন কীভাবে আমাদের সীমান্তের ভিতর ঢুকে হামলা করল৷ কেন ২০ জন সেনাকর্মী শহিদ হলেন৷'

সনিয়ার প্রশ্ন

সনিয়ার প্রশ্ন

তিনি আরও বলেন, 'আমাদের কোনও সেনাকর্মী কি এখনও নিখোঁজ রয়েছেন? আমাদের কতজন সেনাকর্মী গুরুতর জখম অবস্থায় রয়েছেন? চিন আমাদের কতটা এলাকা ও কোন কোন অঞ্চল দখল করেছে? এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার কী কী চিন্তাভাবনা, নীতি গ্রহণ করছে?'

কেন্দ্রের পাশে কংগ্রেস

কেন্দ্রের পাশে কংগ্রেস

এই পরিস্থিতির মোকাবিলায় কংগ্রেস পাশে আছে বলেও আশ্বাস দেন সনিয়া গান্ধী৷ বলেন, 'সংকটের এই পরিস্থিতিতে কংগ্রেস কর্মীরা সেনা জওয়ানদের পরিবার ও সরকারের পাশে রয়েছে৷ আমার বিশ্বাস, এই সময় পুরো দেশ এক হয়ে শত্রুর মোকাবিলা করবে৷'

<strong>ভারতের ঘাড়ে দোষ চাপাতে গিয়ে পাল্টা ঝাঁঝ সহ্য করতে হল চিনকে! বেজিংকে কড়া জবাব জয়শঙ্করের</strong>ভারতের ঘাড়ে দোষ চাপাতে গিয়ে পাল্টা ঝাঁঝ সহ্য করতে হল চিনকে! বেজিংকে কড়া জবাব জয়শঙ্করের

English summary
India China stand off, How did China occupy Indian territory, Sonia Gandhi asks PM Modi about Galwan Valley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X