For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চিনের রক্তচক্ষুর আস্ফালন ঠেকাতে আরও এক অস্ত্রে শান দিচ্ছে দিল্লি! কীসের প্রস্তুতি চলছে

  • |
Google Oneindia Bengali News

চিনের ইটের জবাব পাটকেলে দিতে একের পর এক নীতি নির্ধারণে ব্যস্ত দিল্লি। ছোটবড় একাধিক পদক্ষেপ নিয়ে ধীরে ধীরে ভারতীয় বাণিজ্যে যাতে চিনের চিহ্ন মুছে যায়, তার বন্দোবস্ত ভারত করেছে। তবে এখানেই শেষ নয়, আরও বড় পদক্ষেপের পথে চিন যেতে পারে বলে মনে করা হচ্ছে।

 সোমবারের বৈঠক

সোমবারের বৈঠক

চিন সম্পর্কিত ভারতের 'চায়না স্টাডি গ্রুপ' সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। সেখানে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। লাদাখের গ্রাউন্ড রিপোর্ট নিয়ে সেই আলোচনায় কাটা ছেঁড়া হয়। আর তাতেই নির্ধারিত হয়েছে চিনকে আর্থিক দিক দিয়ে আরও বেশি সংহারের পথে যাবে ভারত। এমনটাই দাবি সূত্রের।

কেন দিল্লি স্বস্তি পাচ্ছে না?

কেন দিল্লি স্বস্তি পাচ্ছে না?

চিন চিরকালই ২ পা পিছিয়ে গেলে ৪ পা এগিয়ে যায়। গালওয়ান থেকে সরলেও, গোগরা, হটস্প্রিং এর মতো এলাকায় মাটি কামড়ে পড়ে রয়েছে চিনের লালফৌজ। আর যেভাবে লাদাখে চিনের সেনা নিজেদের মোতায়েন করার ঘরানা তৈরি করছে, তাতে সহজে লাদাখ যুদ্ধ থামবে বলে মনে হচ্ছে না। তাই উচ্চ পর্যায়ের বৈঠকে স্থির হয়েছে চিনকে সম্ভবত আরও বড় ধাক্কা দিতে চলেছে ভারত।

ফরোয়ার্ড পজিশনে থাকার বার্তা

ফরোয়ার্ড পজিশনে থাকার বার্তা

এদিকে, জানা গিয়েছে, ভারতীয় সেনাকে ফরোয়ার্ড পজিশনে থাকার বার্তা দিয়ে রেখেছে দিল্লি । চিনের সঙ্গে ১৫৯৭ কিলোমিটারের যে সীমান্ত ভারতের রয়েছে, সেই সমস্ত সীমান্তে সেনাকে ফরোয়ার্ড পজিশন রাখার বার্তা দিয়েছে দিল্লি।

 চিনা সংস্থা স্ক্যানারে!

চিনা সংস্থা স্ক্যানারে!

ইতিমধ্যেই চিনের একাধিক অ্যাপকে ভারত নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্যদিকে, আমেরিকা যেখানে হুয়াওয়ের মতো সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে,সেখান ভারতও চিনের কমিউনিকেশন ও পাওয়ার কম্পানিগুলিকে নিয়ে পদক্ষেপ নিতে পারে বলে খবর।

English summary
India china faceoff, India may take action on china again on economic sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X