For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের হামলার পাল্টা জবাব! ভারতীয় সেনার হাতে নিহত পিপলস লিবারেশন আর্মির ৫ সদস্য

Google Oneindia Bengali News

লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা। গতরাতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষে রক্ত ঝরেছে গালওয়ান ভ্যালিতে। সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন তিন সেনাকর্মী। তার মধ্যে একজন আধিকারিক রয়েছেন। উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষ বাধে বলে সেনা সূত্রে খবর।

ঘটনাস্থলে দু'পক্ষের সেনা আধিকারিকরা

ঘটনাস্থলে দু'পক্ষের সেনা আধিকারিকরা

শেষ পাওয়া খবর অনুযায়ী, দু'পক্ষের সেনা আধিকারিকরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এদিকে চিনা সেনার হামলার জবাব দেয় ভারতীয় সেনাও। ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে যে ভারতীয় সেনার হাতে নিহত হয় পিপলস লিবারেশন আর্মির সদস্যও।

১৯৭৫ সালের পর প্রথমবার ভারত-চিন সংঘাতে শহিদ সেনা

১৯৭৫ সালের পর প্রথমবার ভারত-চিন সংঘাতে শহিদ সেনা

প্রসঙ্গত ১৯৭৫ সালের পর এই প্রথমবার লাদাখে ভারত-চিন সংঘাতে কোনও ভারতীয় সেনা প্রাণ হারালেন। জানা গিয়েছে যে পাথর ছোড়াছুড়িতেই দুই সেনার মধ্যে এই বিবাদ সৃষ্টি হয়। এতে ভারতীয় সেনার প্রাণ হারানোর পাশাপাশি ৫ চিনা সেনারও মৃত্যু হয়।

বেজিংয়ের অভিযোগ

বেজিংয়ের অভিযোগ

এ দিকে, বেজিংয়ের অভিযোগ, সীমান্ত পার করে চিনাদের উপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এদিকে এই পরিস্থিতি সামনে আসতেই জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সিডিএস বিপিন রাওযাত ও তিন বাহিনীর প্রধান এই বৈঠকে উপস্থিত।

শান্তি আলোচনার মাঝে উত্তপ্ত পরিস্থিতি

শান্তি আলোচনার মাঝে উত্তপ্ত পরিস্থিতি

শান্তি আলোচনার অলিন্দে যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখে তার আঁচ পাওয়া যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। পরিস্থিতি স্বাভাবিক করতে গালওয়ান এলাকা থেকে প্রায় ২.৫ কিমি পিছু হটে চিনের পিপল লিবারেশন আর্মির সেনা দল। ভারতও তাদের সেনাকে সরিয়ে নিয়েছে। তবে সেনা সরালেও এখনও লাদাখের খুব কাছেই এখনও ট্যাঙ্ক সহ চিনের ১০ হাজার সেনা উপস্থিত রয়েছে। তবে বেজিংকে তাদের সেনা পুরোপুরি সরাতে হবে বলে কড়া বার্তা দেয় দিল্লি। তবে তা মানেনি চিন।

বিভিন্ন সেক্টরে সেনা বৃদ্ধি ভারত চিনের

বিভিন্ন সেক্টরে সেনা বৃদ্ধি ভারত চিনের

উল্টে লাদাখ নিয়ে শান্তি আলোচনা চালাতে থাকলেও চিন অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসি-তে সেনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে চিন। এদিকে চিনের পক্ষ থেকে কোনও আক্রমণ প্রতিহত করার জন্য ভারত এই তিনটি সেক্টরে সেনা বাড়ায়।

বেজিংয়ে 'অত্যন্ত ভয়াবহ’ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, টানা পাঁচ দিন লাগাতার সংক্রমণ গোটা চিনে বেজিংয়ে 'অত্যন্ত ভয়াবহ’ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, টানা পাঁচ দিন লাগাতার সংক্রমণ গোটা চিনে

English summary
India China faceoff in galwan valley of ladakh resulted in death of chinese army as well claims army
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X