For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-চিন লাদাখ সংঘাতের মাঝে ভারতে দ্বিতীয় দফার সিগ-১৬ অ্যাসল্ট রাইফেল আসছে! সমরসজ্জা ঘিরে প্রস্তুতি

ভারত-চিন লাদাখ সংঘাতের মাঝে ভারতীয় সেনার হাতে উঠছে সিগ-১৬ অ্যাসল্ট রাইফেল! সমরসজ্জা ঘিরে প্রস্তুতি

  • |
Google Oneindia Bengali News

লাদাখে পারদ ক্রমেই চড়ছে। শীতকালীন পরিস্থিতির আগে কার্যত জবুথবু চিন। এদিকে, যেকোনও পরিস্থিতিতে চিনকে একহাত নিতে ভারত যে তৈরি রয়েছে তার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের বায়ুসেনা প্রধান। এদিকে, লাদাখে মোতায়েন ভারতের সেনার জন্য কোন নয়া যুদ্ধাস্ত্র নেওয়া হল দেখে নেওয়া যাক।

 আসছে অ্যাসল্ট রাইফেল!

আসছে অ্যাসল্ট রাইফেল!

সুদূর মার্কিন মুলুক থেকে ভারতে আসছে দ্বিতীয় দফার সিগ ১৬ অ্যাসল্ট রাইফেল। নতুন করে এই ব্যাচের রাইফেল ভারতীয় সেনার হাতে তুলে দেবে আমেরিকা। এই মার্কিনি যুদ্ধস্ত্রের জন্য় বহু আগেই অর্ডার দিয়েছিল দিল্লি।

 কতগুলি রাউফেল আসছে?

কতগুলি রাউফেল আসছে?

জানা গিয়েছে ৭২,৫০০ টি রাইফেল ভারতে আসছে। আর তা ভারতের মাটি ছুঁতেই চলে যাবে লাদাখে। সেখানে মোতায়েন ভারতীয় সেনার জওয়ানদের জন্য এই রাফফেল আসছে বলে খবর। উল্লেখ্যস ভারতের নিরাপত্তার কথা ভেবে, মোদী সরকার কয়েকদিন আগেই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে।

সিগ অ্যাসল্ট ও কাশ্মীর

সিগ অ্যাসল্ট ও কাশ্মীর

মার্কিনি সিগ ১৬ অ্যাসল্ট রাইফেলের প্রথম ব্যাচটি ভারতে আসতেই তা গিয়েছিল কাশ্মীরে। সেখানে মোতায়েন সেনার জন্য এই রাইফেল এসেছে বলে খবর।

দেড় লাখ রাইফেল ও নিরাপত্তা

দেড় লাখ রাইফেল ও নিরাপত্তা

সূত্রের খবর বলছে, ভারতে দেড় লাখ রাইফেল সন্ত্রাস দমন ও সীমান্ত রক্ষার ক্ষেত্রে ব্যবহর করতে কিনছে প্রতিরক্ষা মন্ত্রক। আগে এই রাইফেলগুলি কেবলমাত্র ভারতের অর্ডিন্যান্স ফ্যাকটরি থেকে কেনা হত। এবার বিদেশ থেকে অত্যাধুনিক রাইফেল নিয়ে এসে প্রতিরক্ষা মন্ত্রক দেশের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চাইছে।

'রোগী হিসাবে সব রেকর্ড ভেঙে দিয়েছেন' দোষী সাব্যস্ত লালু! আরজেডি নেতাকে টার্গেট বিজেপির'রোগী হিসাবে সব রেকর্ড ভেঙে দিয়েছেন' দোষী সাব্যস্ত লালু! আরজেডি নেতাকে টার্গেট বিজেপির

English summary
India china faceoff at Ladakh , 72,500 Sig assault rifles ordered for Indian army soldiers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X