For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-ভারত সংঘাত ঘিরে আরও এক হাইভোল্টেজ বৈঠক! ভারতীয় সেনার তরফে নয়া বার্তা

চিন-ভারত সংঘাত ঘিরে আরও এক হাইভোল্টেজ বৈঠক! ভারতীয় সেনার তরফে নয়া বার্তা

Google Oneindia Bengali News

লাদাখের একাধিক জায়গায় উত্তজেনা প্রশমনই এই মহূর্তে ভারত চাইছে। আর সেই 'ডিসএনগেজমেন্ট' এর প্রক্রিয়া আরও জোরদার করতে উদ্যত হয়েছে ভারত সেকথা আগেই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এমন পরিস্থিতিতে আগামীকাল সীমান্তে আরও এক হাইভোল্টেজ বৈঠক সম্পন্ন হতে চলেছে।

 আগামীকাল বৈঠক

আগামীকাল বৈঠক

আগামীকাল পূর্ব লাদাখের চুলসুলে ফের কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক হতে চলেছে। এই নিয়ে এই বৈঠক লাদআখের উত্তেজনা প্রশমের চতুর্থ বৈঠক হবে। এর আগে জুন মাসে র শেষ পর্যন্ত এই উত্তেজনা প্রশমন বিষয়ক ৩ টি বৈঠক হয়।

 বদলাচ্ছে লাদাখের ছবি

বদলাচ্ছে লাদাখের ছবি

শান্তি ফেরার ইঙ্গিত এদিকে শান্তি ফেরার ইঙ্গিত মিলেছে এদিনই। জানা যায় যে লাদাখের মোট তিনটি জায়গা থেকে চুক্তিমতো সেনা প্রত্যাহার শুরু করল চিন। জানা গিয়েছে এলএসি-র হট স্প্রিং এলাকা থেকে পিছু হঠল লালফৌজ। একইভাবে ভারতীয় সেনাও পিছু হঠেছে। তবে প্যাংগংয়ে গতকাল পর্যন্তও প্রচুর সেনা মোতায়েন রেখেছিল চিন। তবে ছবি বদলাচ্ছে।

প্যাংগং থেকেও ক্রমশ সরছে চিনের সেনাবাহিনী এক স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে প্যাংগং থেকেও ক্রমশ সরছে চিনের সেনাবাহিনী। শুক্রবারের যে স্যাটেলাইট ইমেজ প্রকাশ্যে এসেছে, তাতে পরিস্কার দেখা যাচ্ছে যে প্যাংগং লেকের ধারে ক্রমশ কমে আসছে চিনা সেনার উপস্থিতি।

 কিছুটা মতবিরোধ থাকছেই!

কিছুটা মতবিরোধ থাকছেই!

টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।

সচিনের রাগ ঠান্ডা করতে ময়দানে প্রিয়াঙ্কা-রাহুল! কংগ্রেসের অন্দরমহলে দোলাচল অব্যাহত

English summary
India China faceoff, 4th Commander level talks to be held tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X