For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-ভারত লাদাখ সংঘাত ঘিরে আজ হাইভোল্টেজ বৈঠক! অবস্থানে অনড় দিল্লি কোন স্ট্র্যাটেজিতে

  • |
Google Oneindia Bengali News

ডেপসাং সমতল, আর বাকি ফিঙ্গার এলাকা থেকে চিনের অবৈধ দখল সরাতে হবে। এমন দাবি নিয়ে এবার লালফৌজকে চ্যালেঞ্জে রাখতে চলেছে ভারতীয় সেনা। পূর্ব লাদাখে বহু প্রতিক্ষিত চতুর্থ পর্যায়ের বৈঠক আজ। একনজরে দেখে নেওয়া যাক পূর্ব লাদাখের পরিস্থিতি ও হাইভোল্টেজ বৈঠকের কিছু দিক।

আরও কঠিন সমঝোতা

আরও কঠিন সমঝোতা

গত জুন মাসের তিনটি পর পর ইন্দো চিন বৈঠকের পর আজ চতুর্থ দফায় লাদাখে বৈঠক হতে চলেছে। সেনা পর্যায়ের এই বৈঠকে কূটনীতি যে একটা বড় ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য।

 এদিনের বৈঠকে বেশি গুরুত্ব পাবে কারা?

এদিনের বৈঠকে বেশি গুরুত্ব পাবে কারা?

এদিনের বৈঠকে ডেপস্যাং এলাকা নিয়ে দুই পক্ষের বক্তব্য বেশ গুরুত্ব পেতে চলেছে। এদিনের বৈঠক ১১:৩০ মিনিট নাগাদ শুরু হবে। সেই সময় বিভিন্ন ফিঙ্গার এলাকা থেকে চিনের অবৈধ দখল বন্ধ করা নিয়ে বক্তব্য ভারত রাখবে বলে জানানো হয়েছে।

 চিনকে সহজ নেওয়া যাচ্ছে না!

চিনকে সহজ নেওয়া যাচ্ছে না!

চিন মুখে যতই পিছু হটবার কথা বলুক না কেন, চিনকে সহজে নিতে নারাজ ভারত। এদিকে, এক বেসরকারি চ্যানেলের খবর অনুযায়ী, জুলাই মাসের ১১ তারিখের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, লেহ থেকে ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চিনের অস্ত্রভাণ্ডার। আর সন্দেহ রয়েছে এই অস্ত্রভাণ্ডারকে ঘিরেই।

৭২ ঘণ্টা পর পর নজরদারি

৭২ ঘণ্টা পর পর নজরদারি

এদিকে, ভারত চিন দুটি শিবিরই যে নিজের নির্দিষ্ট দূরত্ব সংঘাত এলাকা থেকে বজায় রেখেছে,তা নিয়ে নজরদারি চলছে। এদিকে, কোন কোন এলাকায় নজরদারি চলবে তা নিয়ে ও পেট্রোলিং এর অধিকার নিয়েও দুই পক্ষের আলোচনা হবে বলে খবর।

ইনচার্জ-সহ ১৬ জনের করোনা সংক্রমণ! বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজইনচার্জ-সহ ১৬ জনের করোনা সংক্রমণ! বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ

English summary
India China Face off Ladakh, 4 th round of talks today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X