For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চিন-ভারতের সংঘর্ষের ঘটনায় বদলার দাবি অধীর চৌধুরীর! কী বললেন কংগ্রেস নেতা?

Google Oneindia Bengali News

সোমবার দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষে রক্ত ঝরেছে গালওয়ান ভ্যালিতে। সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন এক কর্নেল সহ ৩জন সেনাকর্মী। তার মধ্যে একজন আধিকারিক রয়েছেন। উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষ বাধে বলে সেনা সূত্রে খবর।

সরব হয়েছে রাজনৈতিক মহল

সরব হয়েছে রাজনৈতিক মহল

এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে রাজনৈতিক মহল৷ ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা আধিকারিক ও জওয়ানদের মৃত্যু নিয়ে সরব হয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও৷ তিনি এই ঘটনায় চিনের বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি জানিয়েছেন৷

শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

একইসঙ্গে তিনি এই ঘটনায় টুইট করে শহিদ ভারতীয় সেনার আধিকারিক ও জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন৷ তিনি লেখেন, 'আমি তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাঁরা আমাদের মাতৃভূমির জন্য সাহসিকতার সঙ্গে নিজের জীবন দান করেছেন৷'

কেন্দরকে ভারত-চিন নিয়ে রাহুলের তোপ

কেন্দরকে ভারত-চিন নিয়ে রাহুলের তোপ

এর আগে ভারত-চিন সম্পর্ক নিয়ে কেন্দ্রকে একের পর এক তোপ দেগে টুইট করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরিস্থিতির স্পষ্ট খতিয়ান দেওয়ার জন্য বারবার কেন্দ্রের কাছে দাবি তুলেছেন রাহুল গান্ধী। ভারত-চিন সীমান্ত সমস্য নিয়ে উত্তপ্ত হয়েছে ভারতীয় রাজনীতি।

এই বিষয়ে এদিন টুইট করেন ওমর আবদুল্লা

এই বিষয়ে এদিন টুইট করেন ওমর আবদুল্লা

এদিকে এই বিষয়ে এদিন টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ টুইটারে তিনি লেখেন, 'উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলাকালীন যদি ভারতীয় সেনার আধিকারিক ও দু'জন জওয়ানের মৃত্যু হয়ে থাকে তাহলে ভাবুন আগে সেখানে কী পরিস্থিতি ছিল। বর্তমান পরিস্থিতিতে যখন সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন করলেই দেশবিরোধী বলা হচ্ছে ঠিক তখনই এই ঘটনাটা ঘটল৷'

<strong>গালওয়ানে গুলি চলেনি একটাও, তাহলে লাদাখে ভারত-চিন সংঘর্ষে দুই পক্ষের সেনার মৃত্যু কীভাবে?</strong>গালওয়ানে গুলি চলেনি একটাও, তাহলে লাদাখে ভারত-চিন সংঘর্ষে দুই পক্ষের সেনার মৃত্যু কীভাবে?

English summary
India China Face off in Ladakh, congress leader Adhir Chowdhury demands retaliation after 3 martyred
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X