For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ নিয়ে আজ হাইভোল্টেজ বৈঠক! চিনকে কূটনৈতিকভাবে একহাত নিতে প্রস্তুত ভারত

লাদাখ নিয়ে আজ হাইভোল্টেজ বৈঠক! চিনকে কূটনৈতিকভাবে একহাত নিতে প্রস্তুত ভারত

Google Oneindia Bengali News

ভারত চিন সীমান্ত সংঘাত নিয়ে সম্ভবত এদিন আরো এক হাইভোল্টেজ বৈঠক দেখতে চলেছে দেশ। এদিন দুটি দেশের কূটনৈতিক স্তরে বৈঠকের সম্ভবনা রয়েছে। গত ১০ জুলাইয়ের পর ফের একবার কূটনীতির আঙিনায় দুটি দেশ বৈঠকে বসতে চলেছে। সীমান্ত শান্তি পাখির চোখ হলেও, চিনকে দুরমুশ করতে প্রস্তুত ভারত।

 বৈঠক ঘিরে চড়ছে পারদ

বৈঠক ঘিরে চড়ছে পারদ

শুক্রবার ২৪ জুলাই চিন ভারত দুটি দেশেরে কূটনৈতিকস্তরের এই বৈঠকে প্রথম থেকেই ভারতের স্ট্র্যাটেজিতে থাকছে চিনকে পিছু হঠানোর প্রক্রিয়া। গালওয়ানের মাটি যাতে চিন ছেড়ে চলে যায়,তার চেষ্টায় রয়েছে দিল্লি। 'ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো অর্ডিনেশন অন ইন্ডিয়া চায়না বর্ডার অ্যাফেয়ার্স' র বৈঠক ঘিরে আজ পারজ চড়ছে।

 উত্তেজনা প্রশমন

উত্তেজনা প্রশমন

উল্লেখ্য, লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনই এই মুহূর্তে চিন ভারত দুটি দেশের পাখির চোখ। এদকে, এদিনের বৈঠকে চিন কোন বার্তা দেয়, তারপর ওপর ভারতে চিনা সংস্থার ব্যবসায়িক ভবিষ্যৎও অনেকটা নির্ভর করছে। ফলে এদিনের বৈঠক সর্বোতভাবে গুরুত্বের।

আতঙ্কিত চিনের বার্তা মার্কিন ভারত সখ্যতা দেখে, চিনের তরফে বলা হয়েছে, ' ভারত তার নিরপেক্ষ বিদেশ নীতি এলাকাভিত্তিক শান্তি স্থাপনের জন্য ধরে রাখবে বলে আশা করা হচ্ছে।' এবিষয়ে ভারত গঠনমূলক পদক্ষেপ নেবে বলেও আশা চিনের। উল্লেখ্য, ভারত মার্কিন সম্পর্ক আঁটোসাঁটো হতেই এমন বার্তা চিন থেকে আসতে শুরু করে।

ভারতের মাস্টারপ্ল্যান

ভারতের মাস্টারপ্ল্যান

এদিকে, সমরক্ষেত্রে ভারত চিনের জন্য় বড়সড় মাস্টার প্ল্যানও তৈরি করে রেখেছে। ভারতের পরমাণু সম্পর্কীয় যে স্ট্র্যাটেজি রয়েছে, তা সাধারণত পাকিস্তানকে ফোকাসে রেখেই এগিয়ে যায়। তবে লাদাখ পরিস্থিতি নজরে রেখে এবার সেই ফোকাস খানিকটা পাল্টে নিল ভারত। এবার চিনকে টার্গেটে রেখে ভারতের পরমাণু অস্ত্রের গতিবিধি এগিয়ে যাচ্ছে।

যুদ্ধ লম্বা চলবে!

যুদ্ধ লম্বা চলবে!

এত সহজে যে নিজের বিস্তারবাদের নীতি থেকে চিন সরছে না, তা আগেই জানান দিয়েছে বেজিং। আর লাদাখ সীমান্তে ৪০ হাজার ট্রুপের মোতায়েন হওয়ার ঘটনা আরও বেশি করে সেই নীতিকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। আর এমন প্রেক্ষাপটে, ভারত মনে করছে ভারত চিন সংঘাত নতুন মাত্রা নিতে পারে শীতকালে। ফলে তার প্রস্তুতি শুরু হয়েছে।

ভারতের প্রযুক্তি বড়সড় প্রকল্প থেকে ২ নামী চিনা সংস্থার নাম ছাঁটাই! জল্পনার পারদ তুঙ্গে ভারতের প্রযুক্তি বড়সড় প্রকল্প থেকে ২ নামী চিনা সংস্থার নাম ছাঁটাই! জল্পনার পারদ তুঙ্গে

English summary
India China crucial Diplomatic meet on Friday, all eyes on Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X