For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের কাছেই মোতায়েন শক্তিশালী S-400! হাতে আসছে আরও Air Defence Missile সিস্টেম

গত কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে নতুন করে ভারত এবং চিনের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী না হলেও দুপক্ষের সংঘাতে একাধিক সেনা জওয়ান আহত হয় ভারতীয় সেনার। আর এরপরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে নতুন করে ভারত এবং চিনের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী না হলেও দুপক্ষের সংঘাতে একাধিক সেনা জওয়ান আহত হয় ভারতীয় সেনার। আর এরপরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সাম্প্রতিক একটি স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে তাওয়াং সহ সীমান্তের ওপারে দীর্ঘ এলাকা জুড়ে নির্মান কাজ চালাচ্ছে বেজিং। এমনকি রাখা হয়েছে একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন।

 হাতে আসছে আরও একটি S-400

হাতে আসছে আরও একটি S-400

আর এই অবস্থায় ভারতের হাতে আসছে আরও একটি S-400। বিশ্বের অত্যাধুনিক air defence missile সিস্টেম। ইতিমধ্যে ভারতের হাতে দুটি এস-৪০০ মিসাইল সিস্টেম চলে এসেছে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুতেই তৃতীয় squadron চলে আসবে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২৩ এর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসেই তা ভারতের হাতে চলে আসবে বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃতীয় নম্বর S-400টি ভারতের হাতে চলে আসা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পাঁচ স্কোয়াড্রোন S-400 air defence মিসাইল কেনার চুক্তি

পাঁচ স্কোয়াড্রোন S-400 air defence মিসাইল কেনার চুক্তি

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, এস-৪০০ মিসাইল সিস্টেমের সরঞ্জাম সহ ট্রেনিং করতে ইতিমধ্যে রাশিয়া পৌঁছে গিয়েছেন ভারতীয় সদস্যরা। যার মধ্যে ভারতীয় বায়ুসেনার আধিকারিকরাও রয়েছেন বলেও জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ভারত এবং রাশিয়া গত তিন বছর আগে পাঁচ স্কোয়াড্রোন S-400 air defence মিসাইল কেনার চুক্তি করেছিল। ৩৫ হাজার কোটি টাকার চুক্তি দুই দেশ করেছিল। পাঁচটির মধ্যে দুটি ইতিমধ্যে ভারতের হাতে চলে এসেছে। বছর শুরুতেই হাতে আসতে চলেছে আরও একটি। বাকি দুটি আর্থিক বছর শেষ হওয়ার মধ্যেই চলে আসবে বলে মনে করা হচ্চে। আর তা চলে আসলে সীমান্তে কার্যত শক্তিশালী হয়ে উঠবে ভারত।

বাংলার কাছেই আছে এই মিসাইল সিস্টেম

বাংলার কাছেই আছে এই মিসাইল সিস্টেম

ইতিমধ্যে দুটি এস-৪০০ মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে। লাদাখ এবং পশ্চিমবঙ্গের অন্যতম স্পর্শকাতর এলাকা চিকেন নেকের নিরাপত্তাতে উত্তর-পূর্বে একটি সীমান্ত এলাকাতে দুটি মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ৪০০ কিলোমিটারের মধ্যে থাকা আকাশে ভাসমান কোনও বস্তুকে অব্যর্থ ভাবে নিজের শিকার বানাতে পারে এস-৪০০। বর্তমান সময়ের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র রাশিয়ার এস-৪০০ মিসাইল। ল্যান্ড টু এয়ার ডিফেন্স মিসাইল হিসাবে এই মিসাইলের খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। এটি পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমানগুলিকে ধ্বংস করতে পারে অনায়াসে।

English summary
India-China Border: S400 air defense missile system in service near west Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X