For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India-China Border Clash: অন্য কারণ 'ফাঁস'! ভারত-চিন সংঘর্ষে কংগ্রেসের উদ্বেগকে কটাক্ষ অমিত শাহের

India-China Border Clash: অন্য কারণ 'ফাঁস'! ভারত-চিন সংঘর্ষে কংগ্রেসের উদ্বেগকে কটাক্ষ অমিত শাহের

  • |
Google Oneindia Bengali News

নয় ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং-এ চিনের সঙ্গে যুদ্ধ নিয়ে সংসদের আলোচনার দাবি করে নোটিশ দিয়েছিল কংগ্রেস। যার জেরে এদিন বেলা ১১ টায় অধিবেশন বসলে তা মুলতুবি করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য।

পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, এর পিছনে অন্য কারণ রয়েছে।

 কংগ্রেসকে কটাক্ষ

কংগ্রেসকে কটাক্ষ

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদের ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে বিবৃতি দেবেন, বলার পরেও সংসদের কাজে বাধা তৈরি করেছে কংগ্রেস। তিনি প্রশ্নোত্তরে তালিকা দেখেছেন বলে জানিয়ে বলেন ৫ নম্বর প্রশ্ন দেখা পরে তিনি কংগ্রেসের উদ্বেগ বুঝতে পেরেছেন। তিনি আরও বলেন একজন কংগ্রেস সদস্য এব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। তবে তাদের উত্তর তৈরিই ছিল।

পিছনে রয়েছে অন্য-কারণ

পিছনে রয়েছে অন্য-কারণ

উল্লেখযোগ্য হল, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর (রাজীব গান্ধী) নামে একটি সামাজিক সংগঠনের শীর্ষে ছিলেন তাঁর স্ত্রী তথা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সেই সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল করে দেওয়া হয় অমিত শাহের মন্ত্রকের দ্বারা গঠিত কমিটির রিপোর্টের ভিত্তিতে।
অমিত শাহ এদিন বলেছেন, যদি তারা (কংগ্রেস) অনুমতি দিত, তাহলে তিনি সংসদে বলতেন, রাজীব গান্ধী ফাউন্ডেশন ২০০৫-০৬, ২০০৬-০৭ সালে সিনের দূতাবাস থেকে ১.৩৫ কোটি টাকার অনুদান পেয়েছিল, যা সঠিক ছিল না। সেই কারণে নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেই সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তবে কংগ্রেসের তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেউ জমি দখল করতে পারবে না

কেউ জমি দখল করতে পারবে না

পাশাপাশি এদিন অমিত শাহ ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যতক্ষণ নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় থাকবে, ততক্ষণ কেউ ভারতের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না।
প্রসঙ্গত সোমবারই খবর ছড়িয়ে পড়ে, গত শুক্রবার অরুণাচল প্রদেশে তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ইয়াংটসে নদীর কাথে চিনের সেনার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। যার জেরে এদিন কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি অন্য আলোচনা স্থগিত করে বিষয়টি নিয়ে আলোচনার দাবি করে।

কেন আলোচনা করা হবে না, প্রশ্ন কংগ্রেসের

কেন আলোচনা করা হবে না, প্রশ্ন কংগ্রেসের

এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বিবৃতি দিয়ে দাবি করেন, ৯ ডিসেম্বরের সংঘর্ষে কোনও ভারতীয় সেনা মারা যাননি কিংবা গুরুতর আহতও হননি। তিনি আরও বলেন, ভারতীয় সামরিক কমান্ডারের সময়মতো হস্তক্ষেপে চিনের সৈন্য নিজেদের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়েছে। যদিও রাজনাথ সিং-এর বিবৃতির পরে কংগ্রেস-সহ অন্য বিরোধীরা সংসদ থেকে ওয়াক আউট করে। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কংগ্রেস জানায়, ৯ ডিসেম্বরের ঘটনা সবাইকে উদ্বিগ্ন করেছে। তারাও সংসদে তথ্য দিতে চান। কিন্তু সংসদে আলোচনা করা হচ্ছে। কেন আলোচনা করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস।

India-China Border Clash: কোনও বড় আঘাত নেই! সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে সেনা, সংসদে বললেন রাজনাথ India-China Border Clash: কোনও বড় আঘাত নেই! সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে সেনা, সংসদে বললেন রাজনাথ

English summary
Amit Shah targets congress for their comments on Indian-China conflict in Border.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X