করোনা আবহে বাণিজ্য যুদ্ধ! চিনকে আটকাতে এফডআই-এ নতুন নীতি ভারতের
করোনা প্রকোপে বিশ্ব অর্থনীতিতে এখন উথালপাতাল। এই আবহেই এবার এফডিআই নীতিতে বদল আনল কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রক। পড়শি দেশের জন্য এফডিআই নতুন নীতি এনে কেন্দ্র জানিয়ে দিল, পড়শি দেশের কোনও সংস্থা ভারতে বিনিয়োগ করতে চাইলে আগে সরকারকে তা জানাতে হবে।

এর আগে সরাসরি বিনিয়োগ করতে পারত বিদেশের সংস্থাগুলি
এর আগে স্বয়ংক্রিয় পথে সরাসরি বিনিয়োগ করতে পারত বিদেশের সংস্থাগুলি। তবে নতুন এই নীতির ফলে বিদেশিদের এদেশে বিনিয়োগ করতে গেলে আগে সরকারকে জানিয়ে তার অনুমতি নিতে হবে। ভারত লাগোয়া দেশগুলির জন্য এই সংশোধিত এফডিআই নীতি।

চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার কেনে
কয়েকদিন আগেই চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের ১.১ শতাংশ শেয়ার কিনে নেয়। এরপরই আলোচনা শুরু হয়। এরপরই নড়চড়ে বসেছিল কেন্দ্র। জানা গিয়েছে, এই সংক্রমণ আবহের সুযোগে বিদেশী সংস্থাগুলো যাতে দেশীয় সংস্থাকে অধিগ্রহণ করতে না পারে, তাই এই সংশোধন।

চিনকে আটকাতেই এই নতুন নীতি
বিশেষজ্ঞদের মতে, নাম না করে ভারতের চিনকে আটকাতেই এই নতুন নীতি আনল ভারত। বিদেশি পুঁজিপতিদের হাত থেকে দেশীয় সংস্থাগুলোকে বাঁচাতে এই নিয়ম বদল বলে দাবি অর্থনিতিবিদদের। কেন্দ্রের এক সূত্র জানাচ্ছে, করোনা সংক্রমণের দরুন ধুঁকতে থাকা দেশীয় সংস্থাগুলোর সুবিধাবাদী অধিগ্রহণে রাশ টানতে এই সিদ্ধান্ত।

বাংলাদেশ ও পাকিস্তানি সংস্থাগুলোর সঙ্গে যোগ দিল চিন
এর আগে ভারতের পরশিদের মধ্যে শুধু বাংলাদেশ ও পাকিস্তানি সংস্থাগুলোকে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হত। কিন্তু সংশোধিত ধারায় চিনকেও সেই তালিকাভুক্ত করা হল।