For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে বর্ণাঢ্য প্যারেডে ভারতের শক্তি ও সংষ্কৃতির প্রদর্শন বিশ্বকে

ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরে দারুণ উন্মাদনা দিল্লির রাজপথে। এবছর আশিয়ানভুক্ত দশটি দেশের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্য অতিথি হিসাবে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরে দারুণ উন্মাদনা দিল্লির রাজপথে। এবছর আসিয়ানভুক্ত দশটি দেশের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্য অতিথি হিসাবে। সেনার মার্চ পাস্ট হবে এবার ভারতের পতাকার পাশাপাশি আশিয়ানের পতাকা হাতেও। মোট ট্যাবলো থাকবে ২৩টি। প্রায় বেশিরভাগ রাজ্যের ট্যাবলো তো থাকবেই তার সঙ্গে মন কি বাত ট্যাবলো, সেনার ট্যাবলোও রাজপথে কারসাজি দেখাবে।

LIVE দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে বর্ণাঢ্য প্যারেডে ভারতের শক্তি ও সংষ্কৃতির প্রদর্শন বিশ্বকে

আসিয়ানের দশটি দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, মায়ানমার, কম্বোডিয়া, লাওস ও ব্রুনেই-এর রাষ্ট্রপ্রধানদের মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন অল ইন্ডিয়া রেডিও মোদীর মন কি বাত নিয়ে ট্যাবলো প্রদর্শন করবে। এছাড়াও আয়কর দফতর কালো টাকা বিরোধী প্রচার ও নোট বাতিলের ইতিবাচকতা নিয়ে ট্যাবলো বের করবে।

সমস্ত আপডেট দেখুন এখানে

দিল্লিতে রাজপথে ট্যাবলো প্রদর্শনের পরই আকাশে বায়ুসেনার মহড়া দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন।

অসমের সংষ্কৃতি সমৃদ্ধ সুসজ্জিত ট্যাবলো রাজপথে সেরাজ্যের ঐতিহ্যকেই তুলে ধরল।

সুসজ্জিত কর্ণাটক ট্যাবলো সেরাজ্যের বন্যপ্রাণ সংরক্ষণকে তুলে ধরল। এর পাশাপাশি মধ্যপ্রদেশ, ত্রিপুরা, উত্তরাখণ্ডের ট্যাবলোও একেবারে প্রথমদিকে ছিল।

একে একে বিভিন্ন রাজ্যেক ট্যাবলো প্রদর্শিত হচ্ছে দিল্লির রাজপথে।

রাজপথে বায়ুসেনা ডিফেন্স রেজিমেন্টের ট্যাবলো নিয়ে এলেন ক্যাপ্টেন শিখা যাদব ও ক্যাপ্টেন মহম্মদ ইউনিস খান।

শত্রুপক্ষের অস্ত্র খুঁজে বের করতে পারা ভারতীয় পদ্ধতিতে তৈরি রাডার প্রদর্শন রাজপথে। এটি একসঙ্গে সাতটি টার্গেট খুঁজে বের করতে সক্ষম।

ভারতীয় সেনার বিভিন্ন বিভাগ একে একে প্যারেড করছে দিল্লির রাজপথে।

আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশের পতাকা নিয়ে প্যারেড হল রাজপথে। দশ দেশের আসিয়ান নেতারা এবছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে এসেছেন।

তিনটি টি-৯০ ট্যাঙ্ক, দুটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, দুটি আকাশ ক্ষেপণাস্ত্র প্যারেডে প্রদর্শিত হল এদিন।

শুরু হল বর্ণাঢ্য প্যারেড। একে একে নানা ধরনের ও নানা প্রদেশের ট্যাবলো প্রদর্শিত হবে।

বন্দিপোরা এনকাউন্টারে প্রাণ হারানো বায়ুসেনা কম্যান্ডো জেপি নিরালাকে মরণোত্তর সম্মান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে দিল্লির রাজপথে এসে পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লির রাজপথে একে একে এসে উপস্থিত হচ্ছেন আসিয়ান দেশভুক্ত দেশের রাষ্ট্রনেতারা। তাঁদের স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তিন ক্ষেত্রের সেনা প্রধান অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানালেন।

দিল্লিতে বিজেপির হেড কোয়ার্টারে পতাকা উত্তোলন বিজেপি সভাপতি অমিত শাহর।

English summary
India celebrates 69th Republic Day 2018 in New Delhi Rajpath, See all the updates here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X