For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে মুখ খুলে দেশবাসীকে কোন বার্তা দিলেন নরেন্দ্র মোদী

'মন কী বাত' অনুষ্ঠানের ৪৮ তম পর্বে একাধিক বিষয় নিয়ে জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

'মন কী বাত' অনুষ্ঠানের ৪৮ তম পর্বে একাধিক বিষয় নিয়ে জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপূর্তী ছাড়াও একাধিক প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখে নেওয়া যাক এদিনের ভাষণে কোন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুখ খুলে দেশবাসীকে কোন বার্তা দিলেন নরেন্দ্র মোদী

  • দেশের শান্তি নষ্ট করতে যাঁরাই তৎপর হবেন, তাঁদেরই জবাব দেবে ভারতীয় সেনা।
  • পরাক্রম প্রভ , আমাদের দেশের যুব সমাজকে সেনার গর্বার ইতিহাস মনে করিয়ে দেয়।
  • মনে রাখতে হবে, দুটি বিশ্বযুদ্ধে আমাদের সেনা অংশ গ্রহণ করেছিল ও চরম আত্মত্যাগ করেন জওয়ানরা। উল্লেখ্য, এই যুদ্ধে ভারতের কোনও অংশগ্রহণই ছিলনা, তা সত্ত্বেও লড়ে যায় আমাদের সেনা।
  • বিশ্বশান্তি রক্ষার্থে ভারতের বায়ুসেনা যথেষ্ট তৎপর।
  • শত্রুকে টাইগার থেকে বিতাড়িত করেছিল ভারতীয় বায়ুসেনা।
  • ২ রা অক্টোবর এবছর গান্ধিজীর ১৫০ বছর জন্মবার্ষিকী পূর্তী বিশেষভাবে পালিত হবে।
  • গান্ধীজি বিভিন্নভাবে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন।
  • দু'বছর বাদ আমরা পালন করলব লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী।
  • 'জয় জওয়ান জয় কিষান' এর বার্তা দিয়ে, তিনি গোটা দেশকে উদ্বুদ্ধ করেন নতুন লড়াইয়ের জন্য।
  • ১৫ সেপ্টেম্বরের 'স্বচ্ছভারত অভিযান'-এর উদ্যোগে অংশ নেন বহু মানুষ।

English summary
Prime Minister Narendra Modi addressed the nation on the 48th edition of his 'Mann Ki Baat' radio programme today. The program will be broadcasted on the entire network of All India Radio and Doordarshan at 11 am.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X