For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্লুয়ের থেকে সামান্য বেশি! ভারতে করোনা-মৃত্যুর হার কত হতে পারে গবেষণায় অনুমান

বর্তমানে ভারতে করোন ভাইরাসের রোগী আছে ১.৩২ লক্ষেরও বেশি। সরকারি পরিসংখ্যানে ভারতে কোরনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার।

Google Oneindia Bengali News

বর্তমানে ভারতে করোন ভাইরাসের রোগী আছে ১.৩২ লক্ষেরও বেশি। সরকারি পরিসংখ্যানে ভারতে কোরনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার। অর্থাৎ বর্তমান যে পরিমাণ করোনা আক্রান্ত রোগী আছেন, তার থেকে প্রায় সাতগুণ বেশি প্রকৃত করোনা সংক্রমণের সংখ্যা! দুই জার্মান বিজ্ঞানী ভারতে সংক্রমণের বিষয়ে এক গবেষণালব্ধ ফল জানিয়েছেন।

ভারতে স্বল্প পরিমাণ পরীক্ষা

ভারতে স্বল্প পরিমাণ পরীক্ষা

এই দুই জার্মান বিজ্ঞানীর ধারণা, প্রকৃত সংক্রামিতরা এখনও সামনে আসছে না কারণ ভারতে স্বল্প পরিমাণ পরীক্ষা করা হচ্ছে। এর ফলে ভারতে এই রোগটি শনাক্ত করা যাচ্ছে কম। যাঁদের উপসর্গ দেখা দিচ্ছে, তাঁরাই শুধু সামনে এসেছেন। কিন্তু অনেকেই আছে যাঁরা করোনা সংক্রমিত, কিন্তু উপসর্গ প্রকট নয় তাঁরা আড়ালেই রয়ে যাচ্ছেন।

সমীক্ষায় মূল্যায়ন

সমীক্ষায় মূল্যায়ন

এই সমীক্ষায় মূল্যায়ন করা হয়েছে- গোটা বিশ্বের মাত্র ৬ শতাংশ শনাক্ত হয়েছে করোনা সংক্রমণে। দেশের অনুযায়ী এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। এদিকে ৩১ মার্চ পর্যন্ত ভারতে শনাক্তকরণের হার ১৭ শতাংশেরও কম ছিল। গটিনজেন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত গবেষণালব্ধ ফল লন্ডন ইনপ্রেসিয়াস ডিজিজ জার্নালে প্রকাশিত এমনই এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে।

সমীক্ষার ডেটাসেটগুলি বিশ্লেষণ করে

সমীক্ষার ডেটাসেটগুলি বিশ্লেষণ করে

সমীক্ষা উঠে আসা ডেটাসেটগুলি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে যে, বেশিরভাগ দেশে শনাক্ত হওয়া করোনা সংক্রমণের তুলনায় প্রকৃত সংখ্যা অনেক বেশি। এর কারণ হ'ল দেশগুলি বেশিরভাগই উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের মধ্যে পরীক্ষার সীমাবদ্ধ রেখেছে। যাঁদের আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস রয়েছে তাঁদের পরীক্ষা হচ্ছে। বাকিরা কিন্তু পরীক্ষিত নন।

মরশুমি ফ্লুর চেয়ে সামান্য বেশি

মরশুমি ফ্লুর চেয়ে সামান্য বেশি

গবেষকরা ভারত-সহ উল্লেখযোগ্য অন্য ৪০টি দেশে করোনা প্রাদুর্ভাবের সঙ্গে মৃত্যুর হার নিয়ে সমীক্ষা করেছিলেন। এ দেশে জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে অনুমান করেছিলেন যে করোনা সংক্রমণের কারণে এখানে সামগ্রিক মৃত্যুর হার মাত্র ০.৪১ শতাংশের কাছাকাছি হতে পারে। এটি মরশুমি ফ্লুর চেয়ে সামান্য বেশি।

English summary
India can face coronavirus mortality rate likely 0.41%, estimates study.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X