For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ বিষয়', পাকিস্তানকে খোঁচা দিয়ে মোক্ষম বার্তা দিল্লির

'সাম্প্রতিক গতিপ্রকৃতি ৩৭০ ধারা নিয়ে যা হচ্ছে তা সম্পূর্ণ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সংবিধান চারকালই সর্বভৌম বিষয় ছিল , আছে থাকবে।

  • |
Google Oneindia Bengali News

'সাম্প্রতিক গতিপ্রকৃতি ৩৭০ ধারা নিয়ে যা হচ্ছে তা সম্পূর্ণ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সংবিধান চারকালই সর্বভৌম বিষয় ছিল , আছে থাকবে। এর বিষয়ে কেউ নাক গলাতে এলে সে কোনও দিনও সাফল্য পাবে না।' দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানের উদ্দেশে। সাম্প্রতিককালে ভারতের সঙ্গে পাকিস্তান যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। তার প্রেক্ষিতেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ভারত ফের একবার 'সুযোগ' দিল পাকিস্তানকে।

কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানকে খোঁচা দিয়ে মোক্ষম বার্তা দিল্লির

পাকিস্তানকে সাফ বার্তায় ভারত জানিয়ে দিয়েছে, হুঁশিয়ারির সুরে কথা বললে, তা কখনওই দুই দেশের সম্পর্ককের ক্ষেত্রে তা ভালো হবে না। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'আমরা শুনেছি যে পাকিস্তান এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে, যা দুই দেশের সম্পর্কের পক্ষে ভালো হবে না। এরমধ্যে রয়েছে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়া। এর মাধ্যমে বিশ্বের কাছে দুটি দেশের পরিস্থিতির একটি চরম বার্তা যাচ্ছে। যে সমস্ত কারণ পাকিস্তান দেখাচ্ছে তা বাস্তবিক কারণ নয়। ' পাশাপাশি জানানো হয়েছে, সাম্প্রতিককালে কাশ্মীরের প্রেক্ষাপটে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এলাকার উন্নতির স্বার্থে।

ভারত স্পষ্ট জানিয়েছে, পাকিস্তান যেসমস্ত পদক্ষেপের বার্তা দিয়েছে, তাতে বিরক্তি প্রকাশ করেছে ভারত। আর সেই জন্যই পাকিস্তানকে নিজের পদক্ষেপ নিয়ে ফের একবার ভেবে দেখবার কথা জানিয়েছে ভারত।

English summary
India asks Pakistan to Review decision on Diplomatic ties."The recent developments pertaining to Article 370 are entirely the internal affair of India. The Constitution of India was, is and will always be a sovereign matter. Seeking to interfere in that jurisdiction by invoking an alarmist vision of the region will never succeed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X