For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের পর পাকিস্তান সীমান্ত থেকে গোলাবর্ষণ! পাল্টা ভারতের জবাবে পাক সেনায় বড়সড় ধাক্কা

চিনের পর পাকিস্তান সীমান্ত থেকে গোলাবর্ষণ! পাল্টা ভারতের জবাবে পাক সেনায় বড়সড় ধাক্কা

  • |
Google Oneindia Bengali News

বিনা প্ররোচনায় পাকিস্তানের তরফে গোলাবর্ষণ মানেই পাক সীমান্ত থেক ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা। ভারতীয় সেনা যখন পাকিস্তানের গোলার জবাবে পাল্টা গুলি করতে ব্যস্ত থাকে, তখন সেই সুযোগে পাকিস্তান থেকে জঙ্গিরা ভারতে ঢুকে যাওয়ার চেষ্টা করে। আজও অভাবেই ছক কষে এগোচ্ছিল পাকিস্তান। তবে বাধ সাধে ভারতের পাল্টা জবাব।

 ভারতের জবাব

ভারতের জবাব

এদিন পাকিস্তানের গোলাবর্ষণের জবাবে ভারতের তরফে পাল্টা গোলাবর্ষণ হয় কাশ্মীর সীমান্তে। আর তার কারণেই ভারতীয় সেনার গুলিতে এক পাকিস্তানি সেনা জওয়ান মারা গিয়েছেন বলে খবর। গুরুতর আহত ৮ সেনা জওয়ান।

সকাল থেকেই শেল পড়ছে

সকাল থেকেই শেল পড়ছে

এদিন সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান সেনা। আজ সকাল সাড়ে দশটা নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে মর্টার শেল ছোড়ে তারা। ভারতীয় জওয়ানরাও যোগ্য জবাব দেয়। এছাড়াএ ছাম্ব, রাকচিকরি, হাজিপুরেও এদিন চরম গোলাগুলি চলে।

এর আগে যা ঘটেছে

এর আগে যা ঘটেছে

এর আগে ২৩ জুলাই পুঞ্চ ও কুপওয়ারা জেলার কাসবা সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা। ঘটনায় একজন স্থানীয় জখম হন। চলতি বছরে পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন ও হামলার জেরে ৯৪ জন জখম হয়েছেন৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জন সাধারণ মানুষের।

 জঙ্গি ঘাঁটিতে খোঁচা দিতেই

জঙ্গি ঘাঁটিতে খোঁচা দিতেই

এর আগে , জানা যায় রবিবারই এক অভিযানে জঙ্গি আস্তানার খোঁজ পায় ভারতীয় সেনার। সেখান থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। সেই এলাকায় তল্লাশিও চালানো হয়। সেখান থেকে উদ্ধার হল চাইনিজ পিস্তল, পিকা গান, ১৬৮টি পিকা রাউন্ডস, একে ৪৭-এর গুলি, দু'টি ইউবিজিএল গ্রেনেড সহ একাধিক আগ্নেয়াস্ত্র। এভাবে কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে খোঁচা দিতেই সঙ্গে সঙ্গে পাকিস্তান থেকে গোলায় দবাব আসতে শুরু করে ভূস্বর্গে।

আলুওয়ালিয়াজি দলে এলে তাঁকেও ফোন করতে রাজি, কাকে বার্তা তৃণমূলের জিতেন্দ্ররআলুওয়ালিয়াজি দলে এলে তাঁকেও ফোন করতে রাজি, কাকে বার্তা তৃণমূলের জিতেন্দ্রর

English summary
India answers Pakistan's shelling, 1 Pakistani soldire died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X