For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-ভারত সীমান্তে সেনার হাইভোল্টেজ বৈঠক নিয়ে পারদ চড়ছে! রাজনাথ দিলেন বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

এদিন সকাল ৮ টা নাগাদ চিন ও ভারতের সেনারর উচ্চস্তরীয় আধিকারিকদের মধ্যে বৈঠকে বসবার কথা ছিল। তবে সকালের বৈঠক ভেস্তে যায়। এরপর এদিন বেলা ১১:৩০ মিনিট নাগাদ বৈঠক শুরু হবে বলে স্থির হয়।

 রাজনাথের বার্তা

রাজনাথের বার্তা

রাজনাথ সিং জানিয়েছেন, একমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই পরিস্থিতি স্বাভাবিক করা যেতে পারে ভারত চিন সীমান্তে। ভারত চিনরাকালিনই শান্তির পক্ষে বলে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয়েছে।

 ট্রাম্পের মধ্যস্থতার বার্তা ও রাজনাথ

ট্রাম্পের মধ্যস্থতার বার্তা ও রাজনাথ

রাজনাথ তাঁর সাক্ষাৎকারে জানান,'আমি মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। আমি তাঁকে বলেছি, ভারেতর এমন ব্যবস্থনাপনা রয়েছে যেখানে আমরা চিনের সঙ্গে সমস্যা সমাধান করতে পারব। তা কূটনৈতিক পথেই হোক বা সেনার পথে। আর সেই ব্যবস্থাপনাই কার্যকর করা হচ্ছে। '

 ইন্দো-চিন সীমান্তে তৎপরতা

ইন্দো-চিন সীমান্তে তৎপরতা

লেফ্টেনেন্ট জেনারেল হরিন্দর সিং এদিন ভারতের তরফে বৈঠকে বসতে চলেছেন। উল্লেখ্য, চিন সীমান্তে গাওলান উপত্যকার দখলদারি নিয়ে রীতিমতো পরিস্থিতির পারদ চড়তে থাকে। আর তা প্রশমনেই এদিনের বৈঠক।

 পিছিয়ে যাওয়া

পিছিয়ে যাওয়া

লাদাখের চিন সীমান্তে যে দিল্লি একরোখা হয়ে রয়েছে তা ভালোই আঁচ পয়েছে চিন। শেষে বুধবার রাতের দিকে ২ কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিনের সেনা। সেই মতো একই পরিমাণ দূরত্ব পিছিয়ে গিয়ে অবস্থান নিয়েছে ভারতীয় সেনাও। ফলে পরিস্থিতি আপাতত সুস্থির সেখানে।

English summary
India and China ladakh talks , Rajnath gives important message
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X