For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিস্ফোরণের দিক থেকে বিশ্বের ভয়ঙ্কর দেশের শীর্ষ তালিকায় ভারত

Google Oneindia Bengali News

বিস্ফোরণের দিক থেকে বিশ্বের ভয়ঙ্কর দেশের শীর্ষে ভারত
নয়াদিল্লি, ৪ মার্চ : কাগজে এদেশ-ওদেশে বিস্ফোরণের খবর দেখে আপনি মনে মনে ভাবতে পারেন যে এদেশে অন্তত বোমা ফেটে মরব না। যদি এমনটা ভেবে থাকেন তাহলে খুব ভুল ভাবছেন। ন্যাশনাল বম্ব ডাটা সেন্টারের তথ্য অনুযায়ী ভারতে আফগানিস্তানের থেকেও বেশি সম্ভাবনা রয়েছে বিস্ফোরণে মৃত্যু হওয়ার। তথ্য বলছে ২০১৩ সালে ২১২টি বিস্ফোরণ হয়েছে ভারতে।

বিশ্বের এই তালিকায় ভারতের স্থান তৃতীয়। ভারতের পরেই এই তালিকায় রয়েছে ইরাক ও পাকিস্তান। অথচ যুদ্ধপ্রবণ আফগানিস্তান ও সিরিয়া এই তালিকায় রয়েছে শেষের দিকে।

অন্য দেশের তুলনায়, প্রকাশ্য জায়গা লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ভারতে অপেক্ষাকৃত কম

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৩ সালে আফগানিস্তানে যেখানে ১০৮টি বিস্ফোরণ হয়েছে সেখানে ভারতে বিস্ফোরণের সংখ্যা প্রায় দ্বিগুণ,২১২টি। বাংলাদেশের আভ্যন্তরীন রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হলেও সেখানে ৭৫টি বিস্ফোরণ হয়েছে, আর সিরিয়ায় মাত্র ৩৬টি বিস্ফোরণ হয়েছে।

তবে, গত বছরের তুলনায় বিস্ফোরণ এবং বিস্ফোরণে মৃত্যু ও আহতের সংখ্যা সামান্য কমেছে। তথ্য বলছে, ২০১২ সালে যেখানে বিস্ফোরণের সংখ্যা ছিল ২৪১ এবছর তা কমে হয়েছে ২১২। একইভাবে গতবছরের সংখ্যা বলছে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা ছিল ১৩০ ও আহত হয়েছিলেন ৪৬৬জম। এবার সে সংখ্যাটা কমে যথাক্রমে ১১৩ ও ৪১৯ হয়েছে।

গত এক দশকের তথ্য বিচার করলে জানা যাবে ভারতে প্রতিবছর গড়ে ২৯৮টি বিস্ফোরণ ও বিস্ফোরণে ১৩৩৭ জনের হতাহতের খবর পাওয়া যাবে। যা আবারও আফগানিস্তানের তুলনায় অনেকটাই বেশি। তবে এই উদ্বেগজনক তথ্যের মধ্যে কিছুটা স্বস্তি হয় এই জেনে যে প্রকাশ্য জায়গা লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ভারতে অপেক্ষাকৃত কম। যেখানে বিশ্বের অন্যান্য দেগুলির ক্ষেত্রে ৬৯ শতাংশ বিস্ফোরণই প্রকাশ্য জনবহুল জায়গায় হয়েছে, সেখানে ভারতের সংখ্যাটি হল ৫৮ শতাংশ।

English summary
India among most dangerous places in the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X