For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুঙ্কার ভারতেরও, চিনকে জবাব দিতে স্ট্র্যাটেজি তৈরি ভারতীয় সেনার, দিল্লির নির্দেশ পেতেই তৎপরতা শুরু

হুঙ্কার ভারতেরও, চিনকে জবাব দিতে স্ট্র্যাটেজি তৈরি ভারতীয় সেনার, দিল্লির নির্দেশ পেতেই তৎপরতা শুরু

Google Oneindia Bengali News

ফের যুদ্ধ যুদ্ধ পরিবেশ তৈরি হয়েছে ভারত-চিন সীমান্তে। দু দফা মেজর পর্যায়ের আলোচনা পরেও ফের এলএসি বরাবর সেনা বাড়িয়েছে চিন। ভারতও চুপ করে থাকতে রাজি নয়। চিনের সঙ্গে ৪ হাজার কিলোমিটার বরাবর সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছে ভারত। হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ডে চিন সীমান্তে সেনা বাড়ানো হয়েছে।

সেনা বাড়াল ভারত

সেনা বাড়াল ভারত

আলোচনার পরেও চিন যেভাবে কথার খেলাপি করছে তাতে আর বিশ্বাস রাখা যাচ্ছে না। তাই ভারতও প্রস্তিতি সেরে ফেলেছে। দিল্লির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে চিন সীমান্ত সংলগ্ন গুলি রাজ্য গুলিতে সেনা বাড়ানো হয়েছে। হিমাচল প্রদেশের চিন সীমান্তে সেনা বাড়ানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আরপি সিং সেনার পজিসন নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছেন।

উত্তরাখণ্ডে সেনা তৎপরতা

উত্তরাখণ্ডে সেনা তৎপরতা

চিন সীমান্ত অনেকটাই রয়েছে উত্তরাখণ্ডে। পিথোরাগড়ের কাছে গারোয়াল ও কুমায়ুন সেক্টরে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। উত্তরাখণ্ডের বায়ুসেনা ঘাঁটিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। চলছে লাগাতার নজরদারি।

সিকিম, অরুণাচলেও সেনা মোতায়েন

সিকিম, অরুণাচলেও সেনা মোতায়েন

অন্যদিকে সিকিম এবং অরুণাচল প্রদেশেও সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। সিকিমের নাথুলা সেক্টরে আগেই চিনের সঙ্গে বিবাদে জড়িয়েছিল ভারতীয় সেনা। এবারও সেই আশঙ্কা করেই সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। সুকমা থেকে ৩৩ জন, রাঁচি থেেক ১৭ জন এবং তেজপুর থেকে ৪ জওয়ানকে দুই সীমান্তে পাঠানো হয়েছে।

লাদাখে সেনা বৃদ্ধি চিনের

লাদাখে সেনা বৃদ্ধি চিনের

লাদাখের প্যাংগং লেক এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র প্রতিরোধ তৈরি হয়। চিনা বাহিনী ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। এই নিয়ে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজবা তৈরি হয়। চিন লাদাখ সীমান্তে সেনা তৎপরতা তৈরি করে। যুদ্ধের হুঙ্কার দিয়ে বসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি িজনপিং।

ফের লাদাখ সীমান্তে চিনের আস্ফালন, LAC -বরাবর সেনা বাড়াল বেজিং, পাল্টা তৎপর ভারতীয় বাহিনীওফের লাদাখ সীমান্তে চিনের আস্ফালন, LAC -বরাবর সেনা বাড়াল বেজিং, পাল্টা তৎপর ভারতীয় বাহিনীও

English summary
India also increase army along LAC in many border states of China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X