For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের উৎস নিয়ে হু-র বক্তব্যের নিরপেক্ষ তদন্তের দাবি ভারত-সহ ১০০টি দেশের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। হু-র এই প্রতিক্রিয়ার নিরপেক্ষ মূল্যায়নের জন্য আহ্বান জানাল ভারত-সহ ১০০টি দেশ। আজ থেকে ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ শুরু হয়েছে। সেখানেই এই দেশগুলির তরফে একটি খসড়া প্রস্তাব করা হয়। তাতে করোনা ভাইরাস কীভাবে পশু থেকে মানুষের মধ্যে ছড়াল তা জানতে চাওয়া হয় দেশগুলির তরফে।

করোনা নিয়ে ভারতের তরফে প্রথমবার অবস্থান প্রকাশ

করোনা নিয়ে ভারতের তরফে প্রথমবার অবস্থান প্রকাশ

এই প্রথম করোনা ভাইরাস নিয়ে ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান প্রকাশ করা হল। মার্চেই হু-এর সংস্কারের বিষয়টিকে সমর্থন করে স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলা হয়েছিল। করোনা ভাইরাস সংক্রমণের উৎস জানতে চেয়ে তদন্তের জন্য প্রথমে চাপ বাড়ায় অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। তারপর একে একে বাংলাদেশ, কানাডা, রাশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন ও জাপান-সহ ১০০টি দেশ। এখনও পর্যন্ত তদন্তের এই খসড়ায় পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান স্বাক্ষর করেনি।

চিনের উহান শহরে প্রথম করোনার হদিস পাওয়া যায়

চিনের উহান শহরে প্রথম করোনার হদিস পাওয়া যায়

গত বছরের শেষদিকে চিনের উহান শহরে প্রথম করোনার হদিস পাওয়া যায়। জন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এই ভাইরাসের জন্য এখনও পর্যন্ত বিশ্বে ৩.১৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু ১০০ দেশের প্রস্তাবিত খসড়ায় কোথাও চিন বা উহানের উল্লেখ করা হয়নি।

হু-র ডিরেক্টর জেনেরালকে কী বলছে দেগুলি?

হু-র ডিরেক্টর জেনেরালকে কী বলছে দেগুলি?

প্রস্তাবিত খসড়ায় হু-র ডিরেক্টর জেনেরালকে বিশ্বের পশু স্বাস্থ্য বিষয়ক সংস্থার সঙ্গে কাজ করতে বলা হয়েছে। যাতে বৈজ্ঞানিক ও সহযোগী ক্ষেত্রের মিশনগুলি পরিচালনা করা যায় । পাশাপাশি কোরোনা ভাইরাসের উৎস ও তা কী করে মানুষের মধ্যে প্রবেশ করল তা চিহ্নিত করা যায়। সাত পাতার এই খসড়ায় হু-র প্রধানকে যত তাড়াতাড়ি সম্ভব কোরোনা মোকাবিলা আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে তার নিরপেক্ষ, স্বাধীন ও বিস্তারিত মূল্যায়ন করতে বলা হয়।

চিনে দিকে আঙুল

চিনে দিকে আঙুল

প্রথমদিকে চিনের বিরুদ্ধে কোরোনা ভাইরাস সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল। পরে চিনকে এই কাজে সহায়তা করার জন্য হু ও তার ডিরেক্টর জেনেরাল টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসসকে দায়ি করা হয় । এমনকী, কোরোনা মোকাবিলায় অব্যবস্থাপনার জন্য এই সংস্থাকে দায়ি করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হু-কে আর্থিক সাহায্য করা বন্ধ করে আমেরিকা

হু-কে আর্থিক সাহায্য করা বন্ধ করে আমেরিকা

পাশাপাশি ১৫ এপ্রিল হু-এর তহবিলে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দেয় আমেরিকা। করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এই অ্যামেরিকা হু-এর তহবিলে সবথেকে বেশি অনুদান দেয়। গত বছর অ্যামেরিকা হু-র তহবিলে ৮০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল।

বিশেষজ্ঞর মতে কীভাবে ছড়াল করোনা?

বিশেষজ্ঞর মতে কীভাবে ছড়াল করোনা?

বেশিরভাগ বিশেষজ্ঞর মতে, উহানের সিফুড মার্কেটই কোরোনা ভাইরাসের উৎস। যদিও এই ভাইরাস কী করে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াল তা এখনও অস্পষ্ট। হু-র কোরোনা ভাইরাস স্পেশালিস্ট মারিয়া ভ্যান কারকোভেও বলেছিলেন, প্রাণী থেকে মানুষের মধ্যে এই ভাইরাস যার মাধ্যমে ছড়িয়েছে তাকে বা সেই জিনিসটিকে খুঁজে বের করা প্রয়োজন।

English summary
India along with 100 other countries wants probe into Covid-19 origin before WHO meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X