
হাফিজ সঈদ পাচ্ছে ইসলামাবাদের আতিথেয়তা! আন্তর্জাতিক মহলে ফের সুর চড়াল ভারত
হাফিজ সঈদ পাকিস্তানের আতিথেয়তা পাচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। এমনটাই অভিযোগ করল ভারত। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরেছে ভারত। বলা হয়েছে, ২০০৮-এর মুম্বই হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সক্রিয় নয় পাকিস্তান।

বিদেশমন্ত্রকের মুখপত্র রাভিশ কুমার বলেছেন, আমরা সবাই জানি এই হামলায় অপরাধী কারা। আর এও জানি এর মূলচক্রী কে। তিনি অভিযোগ করেন, মূলচক্রী ঘুরে বেড়াচ্ছে। সে প্রতিবেশী দেশের আতিথেয়তাও পাচ্ছে। দেশের তরফ থেকে সব তথ্য পাকিস্তানকে দেওয়া হয়েছে। এখন পাকিস্তানের দায়িত্ব অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
রাভিশ কুমার বলেন, আন্তর্জাতিক মহলও জানে মুম্বই হামলার চক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পাকিস্তান সক্রিয় নয়।
২০০৮-এর ২৬ নভেম্বর ১০ লস্কর জঙ্গি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে হামলা চালায়। এই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। ৩০০ জনের মতো আহত হয়েছিলেন।
জঙ্গিরা হামলা চালিয়েছিল ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন, কামা হাসপাতাল, নরিম্যান হাউস, লিওপোল্ড কাফে, তাজ হোটেল এবং ওবেয়র ট্রাইডেন্ট হোটেলে। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশ পাকিস্তানকে তাদের দেশের মাটি থেকে হওয়া জঙ্গিদের কার্যকলাপ সম্পর্কে সতর্ক করেছে। পাশাপাশি ব্যবস্থা নেওয়ার জন্যও বলেছে।
জঙ্গিদের অর্থসাহায্য করার দায়ে পাকিস্তানের লাহোরের অ্যান্টি টেররিজম কোর্ট সঈদকে অভিযুক্ত করেছে।
গত জুলাইয়ে সঈদ সহ জামাত-উদ-দওয়ার ১৩ জন সদস্যকে জঙ্গিদের অর্থসাহায্য সহ বেশ কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছিল।