For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতার সংকটে আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা

আরব দুনিয়ায় কাতারের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সংকট জোরালো হয়েছে।কাতারের সংকটে যে বারতীয়রা আটকে পড়েছেন, তাঁদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

আরব দুনিয়ায় কাতারের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সংকট জোরালো হয়েছে। এদিকে, কাতার একঘরে হয়ে যাওয়াতে সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তায় ছিল কেন্দ্র। তবে এবার কাতারের সংকটে যে ভারতীয়রা আটকে পড়েছেন, তাঁদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হল।[আরব্য সংকট: কতটা সুরক্ষিত কাতারের ভারতীয়রা ও ভারতের বাণিজ্য, জানুন ফোটোফিচারে][প্রসঙ্গ সন্ত্রাসবাদ, বড়সড় কূটনৈতিক সংকটে আরব দুনিয়া, একঘরে কাতার]

কাতার সংকটে আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ বিমান

কাতারে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই চালু হবে এই বিমান পরিষেবা। কেরলা থেকে দোহা গামী এই বিমান ২৫ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত চলাচল করবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামের এই বিমান পরিষেবায় ১৮৬ জনের বসবার ব্যবস্থা করা হয়েছে।[মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকট : বাড়ছে তেলের দাম]

এছাড়াও জেট এয়ারওয়েজের বেশ কিছু বাড়তি ফ্লাইট মুম্বই থেকে দোহা পর্যন্ত যাতায়াত করবে বলে জানা গিয়েছে। এদিকে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, তিনি এবিষয়ে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী এজি রাজুর সঙ্গে কথা বলেছেন । তিনি জানিয়েছেন, যে কাতারে আটকে পড়া ভারতীয়রা , যাঁরা দেশে ফিরতে চাইছেন অথচ পারছেন না, তাঁদের ফিরিয়ে আনতে তৎপর কেন্দ্র।

English summary
In yet another "airlift", India will operate special flights for its citizens to return from blockade-hit Qatar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X