For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় ত্রাতা, ২৫টি দেশকে ওষুধ সরবরাহ করছে মোদীর ভারত

করোনায় ত্রাতা, ২৫টি দেশকে ওষুধ সরবরাহ করছে মোদীর ভারত

  • |
Google Oneindia Bengali News

হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের জন্য ২৫টি দেশ ভারতের কাছে আবেদন জানিয়েছিল। এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে ভারত সেই অনুরোধে সাড়া দিয়ে এই পথ্য প্রদান করতে চলেছে।

করোনায় ত্রাতা, ২৫টি দেশকে ওষুধ সরবরাহ করছে মোদীর ভারত

এই সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের মজুত কতটা রয়েছে তা দেখে নেওয়া হয়েছে। সবমিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ মোট ৩০টি দেশ ভারতকে এই তথ্য সরবরাহ করার অনুরোধ জানিয়েছিল। যদিও এই বিষয়ে ভারতের চিকিৎসক সমাজ খুব একটা সহমত নয়। হাইড্রক্সিক্লোরোকুইনের পাশাপাশি ভারত প্যারাসিটামল ওষুধও রপ্তানি করতে চলেছে।

ভারতের কাছে ওষুধ সরবরাহের জন্য শুধুমাত্র কূটনৈতিকভাবেই আবেদন আসেনি। বেশ কিছু দেশের রাষ্ট্রনেতা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তা সরবরাহ করার আবেদন জানান। তার মধ্যে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো পর্যন্ত অনেকেই।

করোনার দুর্যোগ কালে পথ্য সরবরাহ করায় ব্যক্তিগতভাবে টুইট করে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ভারতকে এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব যে এর ফলে আরও সুদৃঢ় হবে সেই আশাপ্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে ব্রাজিলের রাষ্ট্রপতি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরাসরি কথা হয়েছে। এবং ভারত এই ব্যাপারে তাঁদের সাহায্য করবে বলে কথা দিয়েছে। তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।

English summary
India agrees to export hydroxychloroquine to 25 countries for Coronavirus crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X