For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোষের পিঠে চেপেই মনোনয়ন জমা নির্দল প্রার্থীর! আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে ভাইরাল ভিডিও

মোষের পিঠে চেপেই মনোনয়ন জমা নির্দল প্রার্থীর! আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে ভাইরাল ভিডিও

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমেই রাজনীতির পারদ চড়ছে বিহারে। এদিকে প্রথম দফার নির্বাচন শুরু হতে চলেছে আগামী ২৮ অক্টোবর। প্রথম দফার প্রার্থী তালিকাও প্রকাশ করেছে শাসক বিরোধী সমস্ত পক্ষই। এদিকে বাকী দু-দফার নির্বাচনী লড়াইয়ে মনোয়ন জমার কাজ চলছে নির্বাচন কমিশনে। এমতাবস্থায় সোমবারের বিহার সাক্ষী থাকল এক আজব ঘটনার।

মোষের পিঠে চেপেই মনোনয়ন

মোষের পিঠে চেপেই মনোনয়ন

দু-চাকা বা চার চাকার বদলে মোষের পিঠে চেপে মনোনয়ন জমা দিতে এলেন এক নির্দল প্রার্থী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবরের শিরোনামেও উঠে এসেছেন নাতারি মণ্ডল নামে ওই প্রার্থী। সূত্রের খবর, বিহারের দ্বারভাঙা জেলার বাহাদুরপুর বিধানসভা কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন তিনি।

শাসক বিরোধী সব পক্ষের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ নাতারির

শাসক বিরোধী সব পক্ষের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ নাতারির

এদিকে নির্বাচনী লড়াই প্রসঙ্গে নাতারি মণ্ডলের সাফ বক্তব্য ঢাক ঢোল পিটিয়ে প্রচার হলেও ভোট মেটার পরে আসলে কোনও রাজনৈতিক দলেই সাধারণ মানুষের কথা শোনেন না। এমনকী তাদের সত্যিকারের দুঃখ-দুর্দশা বা অভাব অনটনে পাশে দাঁড়ান না। উল্টে ভোট পেতেই একাধাকি কৌশল অবলম্বন করেন। তাই এলাকার মানুষদের সমস্যার সমাধানেই তিনি ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৭৫ জন প্রার্থীর কাছে কয়েক কোটির সম্পত্তি

প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৭৫ জন প্রার্থীর কাছে কয়েক কোটির সম্পত্তি

এদিকে প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১ হাজার ৬৪ জন প্রার্থীর মধ্যে দেখা যাচ্ছে প্রায় ৩৭৫ জন প্রার্থীর কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে। সেখানে মনোনয়ন জমা দিতে নামী-দামি গাড়িতে চড়েই কমিশনে এসে হাজির হচ্ছেন একাধিক রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। এদিকে গরিব পরিবারের সন্তান হওয়ায় গাড়ি চাপার সৌভগ্য কখনওই হয়নি নাতারি মণ্ডলের। আর তাই মোষের পিঠে চেপেই মনোনয়ন জমা জিতে হাজির হয়েছেন বলে জানা তিনি।

মোষ, গরু, ষাঁড় এগুলোই একজন চাষীর আসল সম্পদ

মোষ, গরু, ষাঁড় এগুলোই একজন চাষীর আসল সম্পদ

এই প্রসঙ্গে নাতারি মণ্ডল আরও বলেন, " আমি একজন চাষীর ছেলে। চার চাকা আমার নেই। কিন্তু মোষ, গরু, ষাঁড় এগুলোই একজন চাষীর আসল সম্পদ। তাই মোষে চড়েই এলাম।" একইসাথে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধেও তোপ দেগে নাতারি বলেন, " আগের বিধায়কেরা সাধারণ মানুষের জন্য কোনও কাজই করেনি। সাধারণ মানুষ তাদের উপর ক্ষেপে আছে। আমি আশাবাদী স্থানীয় মানুষেরা আমাকে ভোট দেবেন। সুযোগ পেলে আমি তাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব।"

উৎসবে বাড়বে করোনা, আগেই পদক্ষেপ করল রাজ্য সরকার, বাড়ল হাসপাতালের কোভিড বেডউৎসবে বাড়বে করোনা, আগেই পদক্ষেপ করল রাজ্য সরকার, বাড়ল হাসপাতালের কোভিড বেড

English summary
independent candidates submitted nominations by riding back of buffalo viral video before bihar assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X