For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-রাহুলকে ‘শিক্ষা’, উত্তরাখণ্ডে বিজেপি-কংগ্রেসের থেকেও বেশি আসনে জয়ী নির্দল

মাত্র এক বছর আগে একটা দল ক্ষমতা থেকে অপসারিত হয়েছে, এই একবছর ক্ষমতায় এসেছে বিজেপি। এরই মধ্যে সরকার ও বিরোধী দুই দলকেই চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল নির্দল।

  • |
Google Oneindia Bengali News

মাত্র এক বছর আগে একটা দল ক্ষমতা থেকে অপসারিত হয়েছে, এই একবছর ক্ষমতায় এসেছে বিজেপি। এরই মধ্যে সরকার ও বিরোধী দুই দলকেই চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল নির্দল। উত্তরাখণ্ডে সিভিক বডি নির্বাচনে অবাক করা ফল করেছেন নির্দল প্রার্থীরা। কংগ্রেস ও বিজেপির সম্মিলিত আসনের চেয়েও অনেক বেশি আসনে জয়ী হয়েছেন তাঁরা।

বিজেপি-কংগ্রেসের কাঁটা নির্দল

বিজেপি-কংগ্রেসের কাঁটা নির্দল

উত্তরাখণ্ডে মোট ৮৪টি সিভিক বডির নির্বাচন হয়। তার মধ্যে ছিল সাতটি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ৩৯টি মিউনিসিপ্যাল কাউন্সিল ও ৩৮টি নগর পঞ্চায়েত। এই মোট ৮৪টি কেন্দ্রের সম্মিলিত ওয়ার্ডের মধ্যে সবথেকে বেশি ওয়ার্ডে জয়ী হয়েছে নির্দল।

একনজরে সিভিক বডি নির্বাচনের ফল

একনজরে সিভিক বডি নির্বাচনের ফল

নির্দল মোট ৫৪৬টি ওয়ার্ডে জয়ী হয়েছে। আর বিজেপি জয়ী হয়েছে ২৯৯টি ওয়ার্ড। সেখানে কংগ্রেস জয়ী হয়েছে মোট ১৬৪টি ওয়ার্ডে। ৮৪টি সিভিক বডির মধ্যে ৩৪টির প্রধান পদে নির্বাচিত হয়েছেন বিজেপির প্রতিনিধি। নির্দলেল দখলে গিয়েছে ২৩টির প্রধান পদ। আর কংগ্রেসের দখলে গিয়েছে ২৪টি সিভিক বডির প্রধান পদ। তিনটি অমীমাংসিত।

পুর নিগমের মেয়র পদে সাফল্য কংগ্রেস-বিজেপির

পুর নিগমের মেয়র পদে সাফল্য কংগ্রেস-বিজেপির

উত্তরাখণ্ডের পুরসভা নির্বাচন সাতটির মধ্যে তিনটিতে মেয়র পদে জয়ী হয়েছে কংগ্রেস। তিনটি গিয়েছে বিজেপির দখলে, একটি নির্দলের। মাত্র এক বছরের মধ্যে কংগ্রেস যে এভাবে ঘুরে দাঁড়াবে ভাবতে পারেনি রাজনৈতিক মহল। উত্তরাখণ্ড পুরসভা নির্বাচনের ফলাফল বেরনোর পর তাই স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বিজেপি।

[আরও পড়ুন:তৃণমূল সাংসদের সামনেই রামমন্দিরের সওয়াল! 'যুক্তি' দিয়ে বোঝালেন শঙ্করাচার্য][আরও পড়ুন:তৃণমূল সাংসদের সামনেই রামমন্দিরের সওয়াল! 'যুক্তি' দিয়ে বোঝালেন শঙ্করাচার্য]

০১৩-র নিরিখে ২০১৮-য় সফল কংগ্রেস

০১৩-র নিরিখে ২০১৮-য় সফল কংগ্রেস

২০১৩ সালের পুরসভা নির্বাচন থেকেই ভরাডুবি শুরু হয়েছিল কংগ্রেসের। সেবার একটি মেয়র পদও জিততে পারেনি কংগ্রেস। বিজেপি একশো শতাংশ সফল হয়েছিল সেবার। গোটা রাজ্য মিলিয়ে ১২০টি কাউন্সিলর পদে জিতেছিল তারা। আর ২০১৮-য় পুরো উল্টোচিত্র। কংগ্রেস দারুনভাবে লড়াইয়ে ফিরে এল।

[আরও পড়ুন: তৃণমূলে শুরু মুষলপর্ব, শোভন-বিচ্ছেদে দিলীপ দিলেন মস্ত চাল, জল্পনা বাড়াল আরএসএসও][আরও পড়ুন: তৃণমূলে শুরু মুষলপর্ব, শোভন-বিচ্ছেদে দিলীপ দিলেন মস্ত চাল, জল্পনা বাড়াল আরএসএসও]

২০১৭ বিধানসভা বিপুল জয়ের পর বিজেপি চিন্তায়

২০১৭ বিধানসভা বিপুল জয়ের পর বিজেপি চিন্তায়

২০১৭ সালে বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। ৭০টি আসনের মধ্যে ৫৭টিতেই জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল মাত্র ১১টি আসন। আর এবার ১৯-এর লোকসভা ভোটের আগে এই পুর নির্বাচন ছিল কংগ্রেস ও বিজেপি উভয়ের কাছে শক্তি পরীক্ষার। সেই পরীক্ষায় বিজেপি ধাক্কা খেল রাহুল ব্রিগেডের কাছে।

[আরও পড়ুন:মমতার কলকাতা হারিয়ে দিল মোদীর দিল্লিকে! শীতে সমস্যা আরও বাড়তে পারে, পূর্বাভাস][আরও পড়ুন:মমতার কলকাতা হারিয়ে দিল মোদীর দিল্লিকে! শীতে সমস্যা আরও বাড়তে পারে, পূর্বাভাস]

English summary
Independent candidates outshine BJP and Congress in Uttarakhand civic election. Independents win more than BJP and Congress also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X