For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচারের অর্থ যোগার করতে দরকারে কিডনি বিক্রি! অসমের প্রার্থী জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অর্থ যোগার করতে না পারলে তিনি তাঁর কিডনি বিক্রি করে দেবেন। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন,অসমের মোতাদি কেন্দ্রের প্রার্থী।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অর্থ যোগার করতে না পারলে তিনি তাঁর কিডনি বিক্রি করে দেবেন। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন, অসমের মোতাদি কেন্দ্রের প্রার্থী। সেখানকারই একটি গ্রামে থাকেন তিনি। কয়েক বছর আগে সুকুর আলি শিবালি নদীর ওপর বাঁশের ব্রিজ তৈরি করতে নিজের জমির কিছু অংশ বিক্রি করে দিয়েছিলেন।

প্রচারের অর্থ যোগার করতে দরকারে কিডনি বিক্রি! অসমের প্রার্থী জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত

সুকুর আলি, মোতাদি কেন্দ্রের নির্দল প্রার্থী। কয়েক বছর আগে সুকুর আলি শিবালি নদীর ওপর বাঁশের ব্রিজ তৈরি করতে নিজের জমির কিছু অংশ বিক্রি করে দিয়েছিলেন। নির্দল এই প্রার্থী নিজে শ্রমিকের কাজ করেন। যদিও বর্তমানে তাঁর হাতে কোনও কাজ নেই। ২৬ বছরের সুকুর আলি কোনও পারিশ্রমিক ছাড়াই মাঝির কাজও করে থাকেন।

সংবাদ মাধ্যমকে সুকুর আলি জানিয়েছেন, ছেলেবেলা থেকেই তিনি দেখেছেন, নেতারা আখের গুছোতে রাজনীতি করছেন। কিন্তু যাঁদের প্রয়োজন, তাঁদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কেউ আগ্রহী নন। সেই ট্র্যাডিশনই তিনি ভাঙতে চান। সেই জন্য নিজের কিডনি বিক্রি করে দিতেও তিনি প্রস্তুত।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই মুহুর্তে তাঁরা প্রবলভাবে জলকষ্ট এবং পরিবহন সমস্যায় ভুগছেন। এমন কাউকে তাঁরা নির্বাচিত করতে চান, যিনি এইসব সমস্যার সমাধান করবেন।

English summary
Independent candidate from Modati in Assam ready to sell kidney to contest in 2019 LS polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X