For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে আগুন ঝরানো বক্তৃতার পর লাদাখে নাচ সেরিং-এর! ফের নজর কাড়লেন বিজেপি সাংসদ

যেদিন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হল, সেদিন ভারতের রাজনীতি স্বভাবতই সরগরম ছিল। দিল্লিতে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার পর একাধিক মত , বিতর্ক উঠে আসে সংসদে।

  • |
Google Oneindia Bengali News

যেদিন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হল, সেদিন ভারতের রাজনীতি স্বভাবতই সরগরম ছিল। দিল্লিতে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার পর একাধিক মত , বিতর্ক উঠে আসে সংসদে। সেদিনই অমিত শাহ লাদাখকেও কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার প্রস্তাব রাখেন। আর সংসদ যখন জম্মু ও কাশ্মীর ইস্যুতে তোলপাড়, তখন বিরোধী শিবিরের সমস্ত সাংসদকে থামিয়ে আগুন ঝরানো বক্তৃতা দেন লাদাখের সাংসদ সেরিং নামগিয়াল।

সংসদে আগুন ঝরানো বক্তৃতার পর লাদাখে নাচ সেরিং-এর! ফের নজর কাড়লেন বিজেপি সাংসদ

৫ অগাস্ট সেরিং এর সেই ভাষণ রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। লাদাখের বিজেপি সাংসদ দাবি করেন , সেই ভাষণের পর থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁকে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। আর মজা করে সেরিং জানান,এত্ত রিকোয়েস্ট আর সামলে উঠতে পারছেন না এই বিজেপি সাংসদ! এবার সেই সাংসদই লাদাখের মাটিতে পালন করলেন স্বাধীনতা দিবসের উৎসব।

লাদাখের চেনা সংস্কৃতির ঘরানায় সেরিং এদিন নিজেকে ভাসিয়ে দেন স্বাধীননতা দিবসের আনন্দে। সাংসদকে এমনভাবে নাচতে দেখে উচ্ছ্বসিত আসপাশের জনতাও। আর লাদাখের এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে যায় গোটা ভারতে।

[সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]

English summary
Independence day dance in Ladakh by Jamyang Tsering Namgyal, see video .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X