For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবস ২০২০: কিছু বিখ্যাত স্লোগান যা আজও রক্ত গরম করে তোলে

স্বাধীনতা দিবস ২০২০: ফিরে দেখা কিছু বিখ্যাত স্লোগান যা আজও রক্ত গরম করে

  • |
Google Oneindia Bengali News

স্বাধীবতা দিবস ২০২০। লালা কেল্লায় পতাকা উত্তোলনের হাত ধরে দেশ ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করছে। এমন এক আবহে দেশের ২০০ বছরের ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে ভারতবাসীর শৌর্যের নানান কাহিনী উঠে আসছে স্মৃতি চারণায়। আজ সেই প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে দেশের বীর বিপ্লবীদের কিছু বিখ্যাত স্লোগান, যা আজও দেশবাসীর কাছে উবাচ হিসাবে উঠে আসে।

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

শহিদ ভগৎ সিংয়ের হাত ধরে উছে আসে এই বিখ্যাত স্লোগান। এই স্লোগানের অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। স্বাধীনতা আন্দোলন থেকে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটেও এই স্লোগান খ্যাত।

 'তোমরা আমায় রক্ত দাও'

'তোমরা আমায় রক্ত দাও'

নেতাজি সুভাষ চন্দ্র বসুর এই বিখ্যাত উক্তি তাঁর হাতে গড়া ন্যাশনাল আর্মির প্রতি ছিল। দেশমাতৃকার চরণে নিজেকে নিবেদনের বার্তা লুকিয়ে রয়েছে এই উবাচে।

'করো অথবা মরো'

'করো অথবা মরো'

গান্ধীজির এই বাণী আজও অনেকের জীবনকে অনুপ্ররেণা দেয়। একটা গোটা সমাজকে দেশপ্রেমে অনুপ্ররণা দিতেই এই বার্তা ছিল তাঁর।

'বন্দে মাতরম'

'বন্দে মাতরম'

বহু রাজনৈতিক পার্টি আজও এই 'বন্দে মাতরম ' ধ্বনি উচ্চারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে দেশমাতৃতাকে বন্দনার এই বাক্য এককালে স্বাধীনতা আন্দোলনের বড় স্লোগান ছিল।

'সারে জাহাঁ সে আচ্ছা..'

'সারে জাহাঁ সে আচ্ছা..'

এই গানের ধ্বনি কাল-কে পার করেছে। চিরকালীন সুন্দর গান 'সারে জাহাঁ সে আচ্ছা' মহম্মদ ইকবালের হাত ধরে অভিভক্ত ভারত পেয়েছিল স্বাধীনতা আন্দোলনের সময়।

'স্বরাজ জন্মগত অধিকার'

'স্বরাজ জন্মগত অধিকার'

বাল গঙ্গাধর তিলকের হাত ধরে 'স্বরাজ জন্মগত অধিকারের' মতো কিছু দামী স্লোগান ভারত পেয়েছিল। যা আজও মূল্যবান সমস্ত পরিস্থিতিতে।

'সরফোরশি কি তমন্না'

'সরফোরশি কি তমন্না'

'সরফোরশি কি তমন্না' এই গানের মাধ্যমে রামপ্রসাদ বিসমিল ব্রিটিশদের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিলেন। ব্রিটিশকে এই গানে খুনি বলে আখ্যা দেওয়া হয়।

দু’‌দিন বাদেই ১৫ অগাস্ট, মাস্ক ও সামাজিক দুরত্ব মেনে লাল কেল্লায় জোরকদমে চলছে মহড়াদু’‌দিন বাদেই ১৫ অগাস্ট, মাস্ক ও সামাজিক দুরত্ব মেনে লাল কেল্লায় জোরকদমে চলছে মহড়া

English summary
Independence day best qoutes from famous sloagans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X