75 TH Independence Day
LIVE
LIVE ৭৫ তম স্বাধীনতা দিবস: দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী মমতার
LIVE ৭৫ তম স্বাধীনতা দিবস: দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী মমতার

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের সূচনা হল ২০২১ সালের ১৫ অগাস্ট, রবিবার। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশ যেভাবে এগিয়েছে তা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে গত দুই দশকে ভারত যেভাবে সারা পৃথিবীর কাছে সুপার পাওয়ার হিসাবে উঠে এসেছে তাতে এই মুহূর্তে ভারতবর্ষ পৃথিবীর অন্যতম সেরা নিয়ন্ত্রক শক্তি। শত বাধা পেরিয়ে এগিয়ে চলেছে ভারত। আগামিদিনে বিজ্ঞান, ক্রীড়া, প্রযুক্তি, কূটনীতি, সমরসজ্জা - সবেতেই ভারত সারা বিশ্বে নায়কের মর্যাদা পাবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে, করোনার বিরুদ্ধে লড়তে কোন পথ প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলের নজর সেই লালকেল্লার দিকে। সারা দিনের সমস্ত আপডেট দেখে নিন একনজরে।

LIVE ৭৫ তম স্বাধীনতা দিবসের সমস্ত খবর একনজরে

10:38 AM
Aug 15, 2021
বিজয়ওয়াড়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি।
10:05 AM
Aug 15, 2021
পতাকা উত্তোলিত করে স্বাধীনতা দিবস পালন করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
9:53 AM
Aug 15, 2021
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে আওয়াজ তোলার ডাক দিলেন তিনি। পাশাপাশি সকলকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি মুখ্যমন্ত্রী।
9:48 AM
Aug 15, 2021
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও রাজ্য সচিবালয়ে পতাকা উত্তোলন করলেন।
9:47 AM
Aug 15, 2021
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন চেন্নাইয়ে স্বাধীনতা দিবস পালন করলেন।
9:44 AM
Aug 15, 2021
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রায়পুরে পতাকা উত্তোলিত করছেন।
9:02 AM
Aug 15, 2021
দেশবাসীকে ফের একবার অভিনন্দন জানিয়ে ও দেশকে প্রণাম করে নিজের ভাষণ শেষ করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
8:56 AM
Aug 15, 2021
দেশকে স্বনির্ভর করতে ফের একবার লোকাল ফর ভোকালের ডাক মোদীর। পাশাপাশি সিঙ্গল ইউজ প্লাস্টিক, স্বচ্ছ ভারত অভিযান সহ একাধিক বিষয়ে সতর্ক হওয়ার ডাক মোদীর।
8:53 AM
Aug 15, 2021
মহারাষ্ট্রে জাতীয় পতাকা উত্তোলন আরএসএস প্রধান মোহন ভগবতের।
8:48 AM
Aug 15, 2021
ন্যাশনাল হাইড্রোজেন মিশনের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর।
8:46 AM
Aug 15, 2021
দেশের স্বাধীনতার ১০০ বছর হওয়ার আগেই দেশকে এনার্জিতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ভারত টার্গেট সেট করে এগিয়ে চলেছে। খুব দ্রুতগতিতে কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ভারতের রেল জিরো কার্বন এমিশনের টার্গেট রেখেছে। ভেহিকল স্ক্র্যাপ পলিসিও তার উদাহরণ।
8:42 AM
Aug 15, 2021
দেশের সমস্ত সৈনিক স্কুলে মেয়েরাও এবার থেকে পড়তে পারবে বলে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর।
8:38 AM
Aug 15, 2021
নতুন রাষ্ট্রীয় শিক্ষা নীতিও দেশের দারিদ্রতাকে কমিয়ে আনতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।
8:30 AM
Aug 15, 2021
ভারতের স্টার্টআপ সংস্থাগুলি দারুণভাবে কাজ করছে। আগে যে স্টার্টআপ তৈরি হয়েছে আজ তার মধ্যে অনেকে ইউনিকর্ন সংস্থায় রূপান্তরিত হয়েছে।
8:26 AM
Aug 15, 2021
আগে আমাদের দেশে মোবাইল আমদানি করতে হতো। এখন আমরা আমদানি তো দূর, বিদেশে মোবাইল রফতানি করে বৈদেশিক মুদ্রা দেশে আনি।
8:21 AM
Aug 15, 2021
আজাদির অমৃত মহোৎসব শুরু হয়েছে ১২ মার্চ, চলবে ২০২৩ সালের ১৫ অগাস্ট পর্যন্ত। ৭৫ সপ্তাহ ধরে চলবে। ৭৫টি বন্দে ভারত ট্রেনের ঘোষণা মোদীর।
8:19 AM
Aug 15, 2021
স্বামী বিবেকানন্দের কথা, আদর্শের কথা বলে দেশকে উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
8:17 AM
Aug 15, 2021
শ্রীনগরে কর্পোরেশন অফিসে উত্তোলিত হল ভারতের জাতীয় পতাকা।
8:09 AM
Aug 15, 2021
খুব দ্রুত বদলে যাচ্ছে গ্রামীণ এলাকা। গ্রামে বিদ্যুতের পাশাপাশি ইন্টারনেট পৌঁছেছে। ডিজিটাল উদ্যোগী এখানেও তৈরি হচ্ছে। গ্রামে তৈরি জিনিস বিদেশে ভালো বাজার পায় সেজন্য ই প্ল্যাটফর্ম তৈরি করেছে সরকার। এতে মহিলাদের সেলফ হেল্প গ্রুপের প্রভূত সাহায্য হবে।
8:01 AM
Aug 15, 2021
সমাজের উন্নতিতে যেমন কোনও বর্গ ও বর্ণ না বাদ যায় সেটা আমরা দেখছি, সেভাবেই দেশের কোনও অংশ যেন উন্নয়ন থেকে বাদ না যায়, সেটাও সরকার দেখছে। উত্তর-পূর্ব ভারত থেকে আদিবাসী অঞ্চল, উপকূল অঞ্চল - এগুলো সবই ভারতের উন্নয়নে বড় সাহায্য করতে চলেছে।
7:53 AM
Aug 15, 2021
দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার এটাই সেরা সময়। সকলের বিমা যোজনা, পেনশন যোজনা, আবাস যোজনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মহিলাদের গ্যাস কানেকশন - এই সমস্ত কিছু প্রয়োজন।
7:47 AM
Aug 15, 2021
সামগ্রিক প্রচেষ্টার পরও অনেককে আমরা বাঁচাতে পারিনি। অনেক শিশুর মাথার ওপর থেকে শেষ সহায় চলে গিয়েছে। এই দুঃখ সারাজীবন থেকে যাবে।
7:44 AM
Aug 15, 2021
আজ গর্ব করে আমরা বলতে পারি বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি এদেশে চলছে। ৫৪ কোটি মানুষ ভ্যাকসিন নিয়ে ফেলেছেন।
7:43 AM
Aug 15, 2021
করোনার বিরুদ্ধে আমরা লড়েছি। অনেক কঠিন পথ পেরোতে হয়েছে। তবে আমাদের টিকার জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়নি। দেশের বিজ্ঞানীরা সেই কাজ করে দেখিয়েছেন।
7:41 AM
Aug 15, 2021
১৪ অগাস্ট এবার থেকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
7:40 AM
Aug 15, 2021
দেশকে গৌরব এনে দেওয়া খেলোয়াড়দের, সেনাবাহিনীকে ও যুব সমাজকে করতালি দিয়ে সম্মাননা প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
7:36 AM
Aug 15, 2021
ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতেই মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
7:32 AM
Aug 15, 2021
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে লালকেল্লায় উত্তোলিত হল দেশের জাতীয় পতাকা। উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
7:19 AM
Aug 15, 2021
ভারতের অলিম্পিক দলের সদস্যরা অতিথি হিসাবে লালকেল্লার অনুষ্ঠানে হাজির হয়েছেন। সেই দলে রয়েছেন নীরজ চোপড়া, মীরাবাঈ চানু, মেরি কম, পিভি সিন্ধু, লাভলিনা বোরগোহেইন সহ সকলে।
7:14 AM
Aug 15, 2021
দেশবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু।
READ MORE