For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্থ সহযোগীর সন্ধানে ভিন রাজ্যের হোটেলে আয়কর তল্লাশি! কলকাতা থেকে সরকারি গাড়ি গিয়েছিল, দাবি তদন্তকারীদের

রাজ্যের তৃণমূল (Trinamool Congress) সরকারের প্রাক্তন শিল্পমন্ত্রী-শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Pratha Chatterjee) সহযোগীর খোঁজে ভিন রাজ্যে তল্লাশি আয়কর (Income Tac) দফতরের। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের তৃণমূল (Trinamool Congress) সরকারের প্রাক্তন শিল্পমন্ত্রী-শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Pratha Chatterjee) সহযোগীর খোঁজে ভিন রাজ্যে তল্লাশি আয়কর (Income Tac) দফতরের। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগের ভান্ডারা পার্কের একটি হোটেলে এই তল্লাশি অভিযান চলে। তবে তল্লাশির আগেই যে ব্যক্তিকে ধরতে এই অভিযান চলে, তিনি হোটেল ছাড়েন বলে জানা গিয়েছে।

 ইডির খবরে আয়কর তল্লাশি

ইডির খবরে আয়কর তল্লাশি

সূত্তের খবর অনুযায়ী, হাজারিবাগের হোটেলে তল্লাশি অভিযান চলে ইডির খবরের ভিত্তিতে। কলকাতার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটির বেশি উদ্ধার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, দুজনই রয়েছেন জেল হেফাজতে। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এসএসসির দুর্নীতির উৎসে তদন্ত চালাচ্ছে। সেইরকম এক সূত্র থেকে খবর পেয়েই ইডির তরফে আয়কর বিভাগকে হাজারিবাগের হোটেলে যাওয়া এক ব্যক্তির কথা জানানো হয়। সেই সময় আশাপাশের এলাকায় তল্লাশিতে ছিল আয়কর দফতরের একটি দল। তারাই সেই হোটেলে তল্লাশি চালায়।

সরকারি গাড়িতে এসেছিল বড় ব্যাগ

সরকারি গাড়িতে এসেছিল বড় ব্যাগ

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, হাজারিবাগের সেই হোটেলে সরকারি ছাপ লাগানো গাড়ি থেকে বড় ব্যাগ নামিয়ে হোটেলে নেওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেই সূত্রেই অভিযান চলে। যদি তদন্তকারীরা সেখানে যাওয়ার আগেই নির্দিষ্ট ব্যক্তি ব্যাগগুলি নিয়ে হোটেল থেকে বেরিয়ে যান বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান হিসেব বহির্ভূত টাকা ভান্ডারা পার্কের সেই হোটেলে জমা করা হচ্ছিল এবং পরে তা নিয়ে বের হয়ে যায় নির্দিষ্টি সেই ব্যক্তি। তদন্তকারীদের অনুমান, সেই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন।
আয়কর দফতরের তরফে ভান্ডারা পার্কে ঢোকার সব রাস্তা সিল করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সেখানে একটি মাল্টিপ্লেক্স এবং একটি বিবাহের অনুষ্ঠান চলছিল।

হোটেলে প্রায় ৮ ঘন্টা অভিযান

হোটেলে প্রায় ৮ ঘন্টা অভিযান

নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়কর আধিকারিকের কথায়, বৃহস্পতিবার এই তল্লাশি অভিযান চলে। হোটেলে প্রায় আটঘন্টা ধরে অভিযান চলে। তবে নির্দিষ্ট সেই ব্যক্তিকে ধরতে তাঁরা ব্যর্থ হয়েছেন। কেননা তদন্তকারী দলের সেখান পৌঁছনোর কয়েকঘন্টা আগেই হোটেল ছাড়েন সেই ব্যক্তি। হোটের কর্মীদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে কলকাতা থেকে সরকারি গাড়িতে সেই ব্যক্তি গিয়েছিলেন। তাঁরে সঙ্গে একটি বড় ব্যাগ ছিল। সেই ব্যক্তির কলকাতার ঠিকানা এবং আনুসঙ্গিক সব নথি পরীক্ষা করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

পাশে নেই তৃণমূল

পাশে নেই তৃণমূল

ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারেই পরেই তাঁকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু না বললেনও অনুব্রত মণ্ডলের পাশে দাড়ানোর কথা জানিয়েছেন। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউছাড়া পাবেন না।

উত্তরে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, বাড়ছে নদীর জল! রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরেরউত্তরে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, বাড়ছে নদীর জল! রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের

English summary
Income tax search operation in Jharkhand for Partha Chatterjee associates in hotel with big bags
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X