For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামাইয়ের বাড়িতে আয়কর হানা, ভোটের আগেই অস্বস্তিতে স্ট্যালিন! চক্রান্তের গন্ধ পাচ্ছে ডিএমকে শিবির

ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের জামাইয়ের বাড়িতে আয়কর হানা

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনী আবহে তপ্ত তামিলনাড়ু। আগামী ৬ তারিখ গোটা রাজ্যে রয়েছে ভোট গ্রহণ। এদিকে তার আগে শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারে ফাঁক রাখতে রাজি নয় শাসক-বিরোধী কোনোপক্ষই। জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি-এআইএডিএমকের শাসক জোট। পিছিয়ে নেই ডিএমকে-কংগ্রসেও। এবার তারই মাঝে ডিএমকে প্রধান এম কে স্টালিনের জামাই সাবারিশের বাড়িত হানা দিল আয়কর দফতরের আধিকারিকেরা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে তামিলনাড়ুর রাজনীতির ময়দানে। অস্বস্তিতে ডিএমকে শিবিরও।

জামাইয়ের বাড়িতে আয়কর হানা, ভোটের আগেই অস্বস্তিতে স্ট্যালিন! চক্রান্তের গন্ধ পাচ্ছে ডিএমকে শিবির

সূত্রের খবর, শুক্রবার সকালে সাবারিশের চেন্নাইয়ের বাড়িতে আচমকাই হানা দেয় আয়কর বিভাগের তদন্তকারী আধিকারিকেরা। গোটা বাড়ি জুড়ে চলে খানা তল্লাশি। তল্লাশি চালানো হয় অফিসেও। নিজস্ব সম্পত্তি এমনকী শ্বশুর তথা ডিএমকে প্রধানে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়েও সাবারিশকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকেরা। এই খানা তল্লাশি জারি আছে বলেই জানা যাচ্ছে। তবে এখন পর্যন্ত সেখান থেকে কোনো কালো টাকা, বা বেনামী কোনোও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে কিনা আয়কর বিভাগের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়নি।

এদিকে এই গোটা রেডের পিছনে শাসকদলের চক্রান্ত রয়েছে বলে মনে করছেন ডিএমকে-র কর্মী সমর্থকেরা। এমনকী ভোটের আবহে স্ট্যালিনের ভাবমূর্তি নষ্ট করতে, ডিএমকে বেকায়দায় ফেলতেই চক্রান্ত রচনা করা হচ্ছে বলেও দাবি অনেকের। আর এই ক্ষেত্রে ঢাল করা হচ্ছে ডিএমকে প্রধানের জামাইকে। প্রসঙ্গত উল্লেখ্য, তামিলনাড়ুর ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছে ডিএমকে-কংগ্রেস জোট। তার মধ্যে ১৮৭টি আসনে লড়বে স্তালিনের দল। ২৫ টি আসন ছাড়া হয়েছে কংগ্রেসকে।

প্রথম দুই দফার ভোটে বিজেপি কত অঙ্কে এগিয়ে , উত্তরবঙ্গের সভা থেকে খতিয়ান দিলেন অমিত শাহপ্রথম দুই দফার ভোটে বিজেপি কত অঙ্কে এগিয়ে , উত্তরবঙ্গের সভা থেকে খতিয়ান দিলেন অমিত শাহ

English summary
On Friday, the income tax department raided the house of DMK chief MK Stalin's son-in-law
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X